শুক্রবার, ১০ই ফেব্রুয়ারি, ২০১৭ ইং ২৮শে মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ

হতাহতের সংখ্যায় রেকর্ড আফগানিস্তানে : জাতিসংঘ

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ৭, ২০১৭

 

আন্তর্জাতিক ডেস্ক :আফগানিস্তানে ২০১৬ সালে সাধারণ মানুষের হতাহত হওয়ার সংখ্যার দিক দিয়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।জাতিসংঘ সোমবার এক প্রতিবেদনে জানায়, গত বছরে কমপক্ষে সাড়ে ১১ হাজার মানুষ হতাহত হয়েছে। তাদের মধ্যে এক-তৃতীয়াংশই শিশু। আফগানিস্তানের ঘনবসতিপূর্ণ এলাকায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে লড়াই এসব হতাহত হওয়ার ঘটনার অন্যতম কারণ।

জাতিসংঘের প্রতিবেদনে আরো বলা হয়, আফগানিস্তান থেকে ন্যাটো বাহিনীকে সরিয়ে নেওয়ার পর দুই বছরের বেশি সময় ধরে দেশটিতে সহিংসতা যে বেড়েই চলেছে, হতাহত হওয়ার এই সংখ্যা সেই ইঙ্গিত দেয়। ২০১৬ সালে ৩হাজার ৪৯৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন অার প্রায় ৮ হাজার মানুষ হয়েছেন আহত।

শান্তি রক্ষায় আফগান সরকার ও আন্তর্জাতিক মহল উদ্যোগ না নিলে আসছে বছরে এই সংখ্যা আরো বাড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ।