শুক্রবার, ১০ই ফেব্রুয়ারি, ২০১৭ ইং ২৮শে মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ

হাওয়া বুঝে সংগঠনের নাম পরিবর্তন করলেন হাফিজ সাঈদ

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ৬, ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান তাকে গৃহবন্দী করেছে বলে ধারণা করা হয়। আন্তর্জাতিক চাপের মুখে তার সংগঠনকে নিষিদ্ধ করার পরিকল্পনাও করছে দেশটি। হাওয়া বুঝে এ বার সংগঠনের নামই বদলে ফেলল মুম্বাই হামলার মূলচক্রী হাফিজ সাঈদ। পাকিস্তানের ইসলামি সংগঠন জামায়াত উদ দাওয়ার (জেইউডি) নতুন নাম ‘তেহরিক আজাদি জম্মু অ্যান্ড কাশ্মীর’। খবর এই সময়ের।

গত সপ্তাহে গৃহবন্দি হওয়ার আগেই জেইউডির নতুন নাম রাখার ইঙ্গিত দিয়েছিল হাফিজ সাঈদ। পাক সরকারের গতিবিধি লক্ষ্য করে জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ হওয়া থেকে বাঁচাতে বেশ কিছুদিন ধরেই ফন্দি আঁটছিলেন তিনি। হাফিজের দুটি সংগঠন জামায়াত-উদ-দাওয়া ও ফলহা-ই-ইনসানিয়াত ফাউন্ডেশন জুড়ে দিয়ে নাম রাখা হয়েছে ‘তেহরিক আজাদি জম্মু অ্যান্ড কাশ্মীর’।

সূত্রের খবর, নতুন নামে ইতোমধ্যেই কাজ শুরু করে দিয়েছে হাফিজের সংগঠন। এই সংগঠন খুব শীঘ্রই লাহোরে একটি কাশ্মীর নিয়ে কনফারেন্সের আয়োজন করতে চলেছে। প্রসঙ্গত, ২৬/১১ মুম্বাই সন্ত্রাসের মাথা হাফিজ সাঈদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্যপ্রমাণ রয়েছে ভারতের গোয়েন্দাদের হাতে। কিন্তু পাকিস্তানে এই জঙ্গিনেতা বহাল তবিয়তেই বাস করছেন বলে মনে করে ভারত।