বুধবার, ৮ই ফেব্রুয়ারি, ২০১৭ ইং ২৬শে মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ

সুরঞ্জিত সেনগুপ্তের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ৬, ২০১৭

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং আইন, বিচার ও সংসদ-বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্তের শেষকৃত্য ও অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে সুনামগঞ্জের দিরাই উপজেলার আনোয়ারপুর গ্রামে নিজ বাড়িতে তার শেষকৃত্য ও অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হয়। সুরঞ্জিতের নিজের হাতে লাগানো চন্দন গাছ কেটে সেই কাঠ দিয়ে তার দাহ করা হয়।

এর আগে তার মরদেহ নির্বাচনী এলাকা শাল্লা উপজেলায় নিয়ে যাওয়া হয় শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য। পরে মরদেহ নিয়ে আসা হয় তার নিজ বাড়িতে। সেখানে রাষ্ট্রীয় সম্মান (গার্ড অব অনার) জানানোর পর দিরাইয়ের বালু মাঠে নিয়ে যাওয়া হয় সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য। সেখানে শ্রদ্ধা নিবেদন ও দিরাইবাসীর শেষ দেখা শেষে তার নিজ বাড়িতে আনা হয়। পরে সুরঞ্জিত সেন গুপ্তের ছেলে সৌমেন সেন বাবার শেষকৃত্য সম্পন্ন করেন।

রাজনৈতিক জীবনে সুরঞ্জিতের পরাজয় নেই বললেই চলে। হেরে গিয়েও জিতেছেন তিনি। ১৯৭৩ সালের কথা। অভিযোগ রয়েছে, কারুচুপি করে হারানো হয় তাকে। মামলা করে বিজয়ী হয়ে বসেন সংসদে। এরপর আর ভোটের মাঠে হারতে হয়নি তাকে।

১৯৭৯, ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮ আর ২০১৪ সালের নির্বাচনে জিতে প্রমাণ করেছেন, তিনি জনতার।