শুক্রবার, ১০ই ফেব্রুয়ারি, ২০১৭ ইং ২৮শে মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ

অভিবাসী গ্রহণে তুরস্ক প্রথম, দ্বিতীয় পাকিস্তান

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ৬, ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক : অভিবাসী গ্রহণের দিক থেকে তুরস্ক সবচেয়ে এগিয়ে রয়েছে। এরপরেই দ্বিতীয়স্থানে রয়েছে পাকিস্তান। জাতিসঙ্ঘ উদ্বাস্তুবিষয়ক হাইকমিশনার এই পরিসংখ্যান প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, তুরস্কে বাস করছে ৩১ লাখ উদ্বাস্তু। আর পাকিস্তানে রয়েছে ১৬ লাখ উদ্বাস্তু। তৃতীয় স্থানে থাকা লেবানে রয়েছে ১১ লাখ উদ্বাস্তু।

জাতিসঙ্ঘ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে ৯ লাখ ৭৯ হাজার ৪০০ জন ইথিওপিয়ায় সাত লাখ ৩৭ হাজার ১০০ জন, জর্ডানে ছয় লাখ ৬৪ হাজার ১০০ জন, লিবিয়ায় পাঁচ লাখ ৫২ হাজার ৪০০, শাদে চার লাখ ২০ হাজার, সুদানে তিন লাখ ৫৬ হাজার ৪৭ জন, অস্ট্রিয়ায় এক লাখ ৫৩ হাজার ১১৯ জন, ফ্রান্সে দুই লাখ, জার্মানিতে তিন লাখ ১৬ হাজার ১১৫ জন অভিবাসী রয়েছে।