ট্রাম্প ফের উপস্থাপক হলে জনগণ শান্তিতে ঘুমাতো
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দায়িত্ব ছেড়ে ফের টিভি উপস্থাপক হলে জনগণ শান্তিতে ঘুমাতে পারতো বলে মন্তব্য করেছেন টার্মিনেটর খ্যাত হলিউডের অন্যতম অভিনেতা আরনল্ড শোয়ার্জনেগার।
জানা যায়, নির্বাচনের আগে রিপাবলিকান দলের সমর্থক শোয়ার্জনেগার ট্রাম্পকে ভোট না দেয়ার ঘোষণা দেন।
এ নিয়ে তখনই চটেছিলেন ট্রাম্প। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের পুরোনো টিভি শো ‘অ্যাপ্রেনটিস’-এর নতুন হোস্ট হিসেবে কাজ শুরু করেন শোয়ার্জনেগার।
এরপরই প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার জাতীয় প্রাতঃরাশ প্রার্থনা সভায় বক্তব্য রাখতে গিয়ে আরনল্ড শোয়ার্জনেগারকে এক হাত নিয়েছেন।
ট্রাম্প শোয়ার্জনেগারকে নিয়ে মশকরা করে বলেন, সেলিব্রেটি অ্যাপ্রেনটিস নামের অনুষ্ঠানটির জনপ্রিয়তা এখন তলানিতে ঠেকেছে। বিষয়টা ‘টোটাল ডিজাস্টার’। তাই আসুন আমরা আরনল্ড শোয়ার্জনেগারের জন্য প্রার্থনা করি।
এরপরই ট্রাম্পের মশকরার জবাব দেন ক্যালিফোর্নিয়া রাজ্যের সাবেক গভর্নর শোয়ার্জনেগার।
এক টুইট বার্তায় তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমার সঙ্গে চাকরিটা বদল করলেই হয়। এর ফলে লোকজন আবার শান্তিতে ঘুমাতে পারবে।’
অপর এক টুইট বার্তায় শোয়ার্জনেগার বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাপ্রেন্টিসের জন্য যেমনি পরিশ্রম করেছেন, প্রেসিডেন্ট হিসেবে জনগণের মন জয় করার জন্য সে ধরনের পরিশ্রম করলেই হয়।’