আখাউড়ায় মাদক বন্ধে স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পূর্বাঞ্চল রেলপথের আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন ও রেলওয়ে কলোনি এলাকায় মাদক বন্ধের দাবিতে রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে পূর্বাঞ্চল রেলওয়ে পুলিশের (আখাউড়া সার্কেল) সহকারী পুলিশ সুপার মো. পারভেজ আলম চৌধুরীর কাছে ‘আখাউড়া মাদক বিরোধী আন্দোলন’ নামে একটি সংগঠনের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত অর্ধশতাধিক যুবক ওই স্মারকলিপি দেন।
এ সময় সংগঠনের পক্ষ থেকে আখাউড়া রেলওয়ে থানার ওসি আব্দুস সাত্তারকেও অনুলিপি পেশ করা হয়। স্মারকলিপি প্রদানকারীদের ধন্যবাদ জানিয়ে নবনিযুক্ত পূর্বাঞ্চল রেলওয়ে পুলিশের (আখাউড়া সার্কেল) সহকারী পুলিশ সুপার মো. পারভেজ আলম চৌধুরী বলেন, আখাউড়া সার্কেলে যোগদানের পর থেকেই তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। মাদকের বিরুদ্ধে তার কট্টর অবস্থানের কথা জানিয়ে স্মারকলিপি প্রদানকারীদের জানান, অপরাধী যত প্রভাবশালী হোক- তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। একই সঙ্গে মাদক চোরাকারবারি ও সেবনকারীকে গ্রেপ্তারে পূর্বাঞ্চল রেলওয়েজুড়ে সাঁড়াশি অভিযানও চালানো হচ্ছে। প্রসঙ্গত, সম্প্রতি আখাউড়া মাদকবিরোধী আন্দোলন সংগঠনের উদ্যোগে সীমান্তবর্তী আখাউড়া উপজেলাকে মাদকের করালগ্রাস থেকে রক্ষা করতে জনসচেতনায় মাদকবিরোধী সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।