g শহিদ কাপুরের ভাই ঈশানের প্রথম ছবি দীপিকার সঙ্গে? | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বৃহস্পতিবার, ২৬শে অক্টোবর, ২০১৭ ইং ১১ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

শহিদ কাপুরের ভাই ঈশানের প্রথম ছবি দীপিকার সঙ্গে?

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ২৪, ২০১৭

---

বিনোদন ডেস্ক : ঈশানের নাকি ইরানি ছবি ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’ দিয়েই অভিনয় জগতে অভিষেক হতে চলেছে। সম্ভবত এই ছবিতে দীপিকা পাডুকোনের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে ঈশানকে।

প্রথমে শোনা গিয়েছিল, শহিদ কাপুরের ভাই ঈশান করণ জোহরের ছবি দিয়েই বলিউডের শুরুটা করবেন। মারাঠী ছবি ‘সাইরাত’-এর হিন্দি রিমেকে শ্রীদেবী কন্যা জাহ্নবীর বিপরীতে দেখা যাবে ঈশানকে। কিন্তু তাহল না। কিন্তু তার পরিবর্তে যা হতে চলেছে তা আরও বড় খবর। শহিদ কাপুরের ভাই ঈশানের প্রথম ছবিই কি দীপিকার সঙ্গে?

মুম্বাই মিররে প্রকাশিত খবর অনুযায়ী, ঈশানের নাকি ইরানি ছবি ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’ দিয়েই অভিনয় জগতে অভিষেক হতে চলেছে। তার চেয়েও বড় খবর সম্ভবত এই ছবিতে দীপিকা পাডুকোনের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে ঈশানকে। গত বছর এই ছবির জন্যই লুক টেস্ট দিয়েছিলেন দীপিকা। দীপিকা এই ছবিতে কাজ করছেন কি না তা এখনো নিশ্চিত নয়।

তবে ছবির প্রযোজক জানিয়েছেন, এই ছবিতে ঈশান পাকাপাকিভাবেই অভিনয় করছেন। ছবিটি মূলত ভাই-বোনের সম্পর্ক নিয়ে। ছবির প্রযোজক জানিয়েছেন, লুক টেস্টে অসাধারণ মানিয়েছে ঈশানকে। ও দারুণ অভিনেতা। এই চরিত্র জন্য পরিচালক মাজিদ মাজিদি যেমন অভিনেতা চাইছিলেন, ঈশান ঠিক তেমনই। এই ছবির দৃশ্য মুম্বাই এবং জয়পুরে শ্যুট করা হবে।