নাসিরনগর হামলা : ইউপির চেয়ারম্যান আখিঁ ৫ দিনের রিমান্ডে
---
বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু বাড়ি-ঘর ও মন্দিরে হামলা এবং ভাংচুরের ঘটনায় গ্রেফতারকৃত হরিপুরের ইউপি চেয়ারম্যান দেওয়ান অতিকুর রহমান আখিঁর ৫ দিনের রিমান্ড মুঞ্জুর করেছে আদালত। গতকাল রবিবার দুপুরে আসামী আখিঁকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফউদ্দিনের বিচারিক আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত তার ৫ দিনের রিমান্ড মুঞ্জুর করে। মামলার তদন্তকারী কর্মকর্তারা জানান, তাকে জিঞ্জেসাবাদ করে সে দিনের ঘটনার অনেক কিছুই জানা যাবে। ৫ জানুয়ারী বৃহস্পতিবার ঢাকার ভাটারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর পর তাকে ঢাকার ডিএমপির সদর দফতরে এনে সিনিয়র কর্মকর্তারা জিঞ্জেসাবাদ করে। উল্লেখ্য নাসিরনগর তান্ডব এর দিন যে সব লোক এসেছিল। তাদের ট্রাকের ভাড়া পরিশোধ করে দেওয়ান আতিকুর রহমান আখিঁ।
উল্লেখ্য যে, গত ৩০ শে অক্টোবর নাসিরনগরে হিন্দু বাড়ি-ঘর ও মন্দিরে ভাংচুর ও পরবর্তীতে অগ্নিসংযোগের ঘটনায় থানায় ৮ টি পৃথক মামলা হয়। এ ঘটনায় এ পর্যন্ত ১০৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে গ্রেফতারকৃত নাসিরনগর সদরের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আহাদের মামলার পরবর্তী শুনানি ১০ই জানুয়ারী মামলার তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।