বুধবার, ১১ই জানুয়ারি, ২০১৭ ইং ২৮শে পৌষ, ১৪২৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরের কমিটি নিয়ে বিরোধ ১৪৪ ধারা জারী

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ৭, ২০১৭

তৌহিদুর রহমান নিটল ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মনবাড়িয়ার কসবার কুটি জগন্নাথ মন্দির এর বর্তমান ও সাবেক কমিটির দ্বন্দের জের ধরে গতকাল শনিবার সন্ধ্যা থেকে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারী করেছে। পুলিশ জানায় মন্দিরের বর্তমান কমিটির তুলশী পদ সাহার সাথে পূরাতন কমিটি মন কোষ সাহার বিরোধ হয়। এ নিয়ে মন্দিরের ভেতর সন্ধ্যায় হাতাহাতি ও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উ™ূ¢দ পরিস্থিতিতে শান্তি শৃংখলা রক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা ইসলাম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারী করে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিউদ্দিন জানান, সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। উপজেলা প্রশাসন সৃষ্ট পরিস্থিতিতে ১৪৪ ধারা জারী করে। মন্দির কমিটির বর্তমান সাধারন সম্পাদক সেবক কুমার রায় জানান, মন্দিরের ১০৬তম বার্ষিক মহোৎসব চলাকালে প্রশাসন ১৪৪ ধারা জারী করে।