বুধবার, ১১ই জানুয়ারি, ২০১৭ ইং ২৮শে পৌষ, ১৪২৩ বঙ্গাব্দ

টেস্ট অভিষেক : তাসকিন আহমেদ

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ১০, ২০১৭

টেস্ট খেলার স্বপ্ন তার বহুদিনের। ফিটনেস ঠিক থাকলে আর ইনজুরি বার বার ছোবল না দিলে হয়তো আগেই টেস্ট ক্যাপ মাথায় পড়ে ফেলতেন তাসকিন আহমেদ। কিন্তু তা আর হলো কই ? তার সমবয়সী ও সমসাময়ীক প্রায় সবাই টেস্ট খেললেও এখন পর্যন্ত অভিষেকই হয়নি তাসকিনের। আজ বেসিন রিজার্ভে বাংলাদেশের নেটের পর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কথায় পরিষ্কার ইঙ্গিত, ‘ধরে নেন তাসকিনের অভিষেক হতে যাচ্ছে।’

যার টেস্ট জীবন শুরুর পথে সেই তাসকিন টেস্ট অভিষেকের দোরগোড়ায় দাঁড়িয়ে কি ভাবছেন ? তার কি প্রতিক্রিয়া ? শুনতে ইচ্ছে করছে, তাই না। শুনুন তাহলে ‘হ্যা টেস্ট খেলা আমার দীর্ঘ লালিত স্বপ্ন। যদি অভিষেক হয় তাহলে সে দীর্ঘ দিন মনের গহীনে সযত্নে রাখা স্বপ্ন পূরণ হবে।’
এরপর তাসকিন আরও একটি কথা বলেছেন। যা বলে দেয় সত্যিই টেস্ট খেলতে না পারার একটা অস্ফুট যন্ত্রণা তার মনে কাটার মত বিঁধতো। অনেকেই ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ শেষেও দলের সঙ্গেই থাকতেন। থাকেনও। কিন্তু আমার ক্ষেত্রে বিষয়টি ছিল অন্যরকম। সীমিত ওভারের সিরিজ শেষ হলেই জানতাম এবার বাড়ি ফিরে যেতে হবে। টেস্টের আগে দিয়ে ঠিক দল থেকে বেড়িয়ে বাড়ি ফিরে যেতে হতো। জানতাম আমার টেস্ট দলে জায়্গা নেই। এবার সে ধারার অবসান ঘটলো। এখন আমিও টেস্ট দলে। তারওপর এখন অভিষেকের প্রহর গুনছি। সব মিলে খুব ভালো লাগছে।’

ভালো যে লাগছে, তা তাসকিনের চোখ মুখ দেখেই বোঝা যায়। ফর্স মুখে যেন যেন অন্যরকম দ্যুতি। বোঝাই যাচ্ছিল ভিতরে অন্যরকম ভালো লাগা। আনন্দ-রোমাঞ্চ। তবে জানিয়ে দিলেন, এই টেস্ট খেলতে অনেক ঘাম ঝড়াতে হয়েছে। এই টেস্ট খেলার জন্য অনেক কঠোর পরিশ্রম করতে হয়েছে। শুধু আমার ফিটনেস লেভেল ঠিক রাখতে এবং আমাকে ফিট রাখার জন্য একটা আলাদা ট্রেনিং প্রোগ্রামই করতে হয়েছে। আশা করছি আমি এখন টেস্ট খেলার জন্য যথেষ্ঠ ফিট।

এ জাতীয় আরও খবর