বুধবার, ১১ই জানুয়ারি, ২০১৭ ইং ২৮শে পৌষ, ১৪২৩ বঙ্গাব্দ

কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত নিজস্ব অ্যাপ আনছে নকিয়া

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ১০, ২০১৭

অনলাইন ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত নিজস্ব অ্যাপ আনতে পারে নকিয়া। ওই অ্যাপ্লিকেশনের নাম হবে ভিকি। অ্যাপ্লিকেশটির জন্য পেটেন্ট আবেদন করেছে ফিনল্যান্ডের প্রতিষ্ঠানটি।

বর্তমানে প্রযুক্তি বিশ্বে সিরি, গুগল অ্যাসিস্ট্যান্ট, করটানা ও অ্যালেক্সার মতো বেশ কয়েকটি কৃত্রিম বুদ্ধিমান অ্যাপ্লিকেশন রয়েছে। স্যামসাংও এ রকম একটি অ্যাপ তৈরি করছে। এবারে এই তালিকায় যুক্ত হলো নকিয়ার নাম।

নকিয়ার ওই পেটেন্ট আবেদনে বলা হয়েছে, ট্রেডমার্কটি সফটওয়্যার তৈরি, মোবাইল ও বুদ্ধিমান ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট পর্যবেক্ষণ ও একক চ্যাট ও কণ্ঠস্বরভিত্তিক ইন্টারফেসে সব ডেটা সোর্সকে একত্র করার জন্য আবেদন করা হয়েছে।

সম্প্রতি ফিনল্যান্ডের কোম্পানি এইচএমডি গ্লোবাল নকিয়ার ব্র্যান্ডস্বত্ব ব্যবহারের অনুমতি পেয়েছে। গত রোববার চীনে প্রথমবারের মতো নকিয়া ব্র্যান্ডের স্মার্টফোনের ঘোষণা নিয়েছে প্রতিষ্ঠানটি। তথ্যসূত্র: এনডিটিভি।

এ জাতীয় আরও খবর