বুধবার, ১১ই জানুয়ারি, ২০১৭ ইং ২৮শে পৌষ, ১৪২৩ বঙ্গাব্দ

তরুণীর পেটে পাওয়া গেলো মস্তিষ্ক

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ১০, ২০১৭

অনলাইন ডেস্ক : অ্যাপেন্ডিস অস্ত্রোপচার করতে গিয়ে জাপানের ১৬ বছরের তরুণীর পেটে পাওয়া গেলো মস্তিষ্ক। বিষয়টিকে নজিরবিহীন বললেন চিকিৎসকরা।

তারা জানান, অ্যাপেন্ডিস অপসারণের করতে গিয়ে আমরা অস্বাভাবিকতা লক্ষ্য করি। তারপরও তরুণীর ১০ সেন্টিমিটার চওড়া টিউমারটিও অপসারণ করি। কিন্তু তা দেখে আমরা আশ্চর্য হই। এটি শুধু টিউমার নয়, একটি মস্তিষ্কের অংশবিশেষ। টিউমারটির সঙ্গে মস্তিষ্ক ও খুলি ছাড়াও মাথার চুল পাওয়া গেছে।

চিকিৎসকরা আরো জানান, টিউমারটিতে মানুষের মস্তিষ্কের অংশবিশেষ রয়েছে। এটি মস্তিষ্কের মতোই কাজ করতে সক্ষম। এতে মস্তিষ্কের মতোই দু’টি ভাগ রয়েছে। এ ছাড়া ইলেকট্রিক ইমপালস পাঠানোর মতো নিউরনও রয়েছে। এ ছাড়াও স্পাইনাল কর্ডের সঙ্গে সংযোগের জন্য কাঠামোও আছে।

এ বিষয়ে বিস্তারিত জানান জাপানি গবেষক মাসায়ুকি শিনতাকু। তিনি টিউমারটির বিষয়ে গবেষণাও করেছেন।

গবেষক জানান, তরুণীর গর্ভাশয় থেকে উদ্ধার হওয়া এ টিউমারটি নিয়ে বেশ আলোচনা হলেও এটি সাধারণত ক্ষতি করে না। এর কারণও এখনো জানা যায়নি। টিউমারে ব্রেন সেল পাওয়াও অস্বাভাবিক নয়। তবে এটি ঠিক ব্রেনের মতো করে কাজ করার বিষয়টিকে অস্বাভাবিক হিসেবেই মানছেন তারা।

তবে সে তরুণী তার ডিম্বাশয়ে বেড়ে ওঠা এ টিউমারটির বিষয়ে আগে কিছুই বুঝতে পারেননি। এ কারণে গবেষকরা জানিয়েছেন যে, টিউমার মস্তিষ্কটি তার দেহে কাজ শুরু করেনি।

টিউমারটি অপসারণ করার পর তরুণীটি দ্রুত সেরে উঠছেন।

এ বিষয়ে গবেষণাটির ফলাফল প্রকাশিত হয়েছে নিউরোপ্যাথোলজি জার্নালে।