বুধবার, ১১ই জানুয়ারি, ২০১৭ ইং ২৮শে পৌষ, ১৪২৩ বঙ্গাব্দ

‘কর ফাঁকিবাজদের বিরুদ্ধে কঠোর হচ্ছে রাজস্ব বোর্ড’

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ১০, ২০১৭

 

নিজস্ব প্রতিবেদক : যারা কর ফাঁকি দিচ্ছেন তাদের বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ড কঠোর ব্যবস্থা নিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

 

মঙ্গলবার বিকেলে সাভার উপজেলায় উন্নয়ন মেলার ভ্যাট শিক্ষণ ফোরাম (VEF) ও কর শিক্ষণ ফোরাম (TEF) আয়োজিত কুইজ প্রতিযোগিতার অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, যারা সরকারের কর ফাঁকি দিচ্ছেন। তারা যত বড় ক্ষমতাবানই হোক না কেন তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কর ফাঁকিবাজদের বিরুদ্ধে ২১ ডিসেম্বর থেকে রাজস্ব বোর্ড কাজ শুরু করেছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে তিনি সরকারের উন্নয়নের ছোঁয়া প্রতিটি ঘরে পৌঁছে দিতে সবার প্রতি আহবান জানান।

কুইজ প্রতিযোগীতায় সাভারের বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজ, সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও জিরাবো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৪২ জন শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে থেকে ১২ জনকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে কর অঞ্চল ১২ এর কমিশনার শাহীন আক্তারসহ রাজস্ব বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।