নতুন প্রজন্মের জন্য সুন্দর সমাজ গঠনে একযোগে কাজ করতে হবে-পুলিশ সুপার
পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম বলেছেন , প্রত্যেক মানুষকে মানুষের সেবায় এগিয়ে আসতে হবে, নতুন প্রজন্মের জন্য সুন্দর সমাজ গঠনে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে নতুন প্রজন্মকে দেশের যোগ্য করে গড়ে তুলতে হবে। শিক্ষিত জনগোষ্ঠি গড়ে তোলার ব্যাপারে গুরুত্বারোপ করে তিনি বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নের জন্য নানা সুযোগ সৃষ্টি করেছে, সেই সুযোগ কাজে লাগাতে হবে। দারিদ্রতা থাকবে না আমরা এমন সমাজ চাই, এখন অনেক ভিক্ষুক কমে গেছে, দেশের উন্নয়নের যে গতি ধারা তাতে এমন সময় আসবে যখন শীত বস্ত্র নেবার মতো কাউকে খুজে পাওয়া যাবে না। সেই সময়ের জন্য সবাইকে সম্মিলিতভাবে ভ’মিকার রাখতে হবে। পুলিশ জনগণের সাথে সেতু বন্ধুন সৃষ্টি করে কাজ করছে। তিনি বলেন চোর ডাকাতমুক্ত, অপরাধমুক্ত, মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়ার জন্য আমরা সর্ব্বোচ্চ চেষ্টা করছি। যেখানেই মাদক যেখানেই অপরাধ সেখানেই অভিযান হবে। এ ব্যাপারে কোন ছাড় নেই। কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে আমরা সুন্দর সমাজ গড়তে চাই। এ ব্যাপারে সকলকে সহযোগিতার জন্য তিনি আহবান জানান।
গতকাল বুধবার “ফুটিয়ে তুলি হাসি,শীতে একটি কম্বল হোক উপহার”- এই শ্লোগানে স্বেচ্ছাসেবী সংগঠন অবিরামের উদ্যোগে জেলা পুলিশের সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়ার সীতানগর দাসপাড়ায় শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অবিরামের উপদেষ্টা ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি আল আমীন শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অবিরামের সভাপতি নাঈম ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুর রহমান, বিশিষ্ট শিক্ষানুরাগী অবিরামের উপদেষ্টা আলহাজ্ব এডভোকেট মোঃ লোকমান হোসেন এপিপি, ইউপি সদস্য নির্মল দাস প্রমুখ। অন্যান্যের মাঝে অবিরামের সাঈম ইসলাম আদনান, মানিক ভ’ইয়া, ঝন্টু চক্রবর্তী, আরিয়ান, হৃদয় সাহা, সোমেশ সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সবশেষে তিতাস নদীর পূর্বপাড়ে সীতানগরের দাস পাড়ার জেলে পরিবার সহ অন্যান্য দুই শতাধিক পরিবারের মাঝে প্রধান অতিথি শীতের কম্বল বিতরণ করেন। পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এর পূর্বে সীতানগরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছিলেন, স্থানীয় এলাকাবাসী দ্বিতীয়বার পুলিশ সুপারকে পেয়ে গভীর কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।