নিজস্ব প্রতিনিধি : আখাউড়ায় ৫ম জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী ক্যাম্প শুক্রবার সমাপ্ত হয়েছে। আখাউড়ায় রেলওয়ে জেলা স্কাউটস এর ব্যবস্থাপনায় রেলওয়ে সরকারী উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করা হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজন করা হয় মহা তাবু জলসা। তাবু জলসা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আখাউড়া রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রাকিব আহামদ খান খাদেম। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতা করেন আখাউড়া রেলওয়ে সহকারী নির্বাহী প্রকৌশলী ও স্কাউট্স কশিনার মো: জাহাঙ্গীর আলম। এসময় অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী রেলওয়ে প্রকৌশলী আল এমরান বাকাউল, সাংবাদিক হান্নান খাদেম প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ক্ষুদে স্কাউটাররা নাচ, গান ও বিদ্যুৎ ব্যবহারে সচেতনতা মূলক নাটিকা প্রদর্শন করে উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখে।
বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ স¤পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ ও বাংলাদেশ স্কাউটস্ এর সহযোগিতায় ক্যাম্প শুরু হয় ২০ নভেম্বর। এতে আখাউড়া রেলওয়ে জেলা স্কাউট অঞ্চলের ১৫টি দলের ৬০ জন স্কাউট ও রোভার এ ক্যাম্পে অংশ নেয়। ক্যাম্পের কোর্স লিডারের দায়িত্ব পালন করেন আখাউড়া রেলওয়ে জেলা স্কাউট্স স¤পাদক আহসান কবির লিটন। প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন শরাফত আলী সুমন, মোহাম্মদ হালিম, সম্রাট, খাদেম, মোতালেব হোসেন সেন্টু। অগ্নিবীণা রেলওয়ে মুক্ত স্কাউট্স গ্রুপ অনুষ্ঠানের মঞ্চ ও সাউন্ড সিস্টেম সৌজন্য করে।
আয়োজক সূত্রে জানা যায়, স্কাউটস ও রোভার স্কাউটসদের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী, বিদ্যুৎ অপচয় রোধ, বিদ্যুতের সঠিক ব্যবহারসহ সচেতন করে গড়ে তোলা এবং তাদের মাধ্যমে সমাজের সকল পর্যায়ের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ক্যাম্পের আয়োজন করা হয়।