মঙ্গলবার, ২৭শে ডিসেম্বর, ২০১৬ ইং

আশকোনায় নারী জঙ্গির আত্মহত্যা (সরাসরি দেখুন)

AmaderBrahmanbaria.COM
ডিসেম্বর ২৪, ২০১৬

রাজধানীর আশকোনায় আইনশৃঙ্খলা বাহিনীর ঘিরে রাখা ভবনে ভিতর থেকে তিনটি গুলির শব্দ পাওয়া গেছে।
আইনশৃঙ্খলা কর্মকর্তারা জানিয়েছেন, এক মহিলা জঙ্গি নিজের ওপরেই গুলি চালিয়ে আত্মহত্যা করেছে।
এর আগে, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিসিটিসি) এর প্রধান মনিরুল ইসলাম জানিয়েছিলেন জঙ্গিদের কাছে শক্তিশালী গ্রেনেড রয়েছে।
অভিযানে ইন্সপেক্টর শফি আফিক আহমেদ গুরুতর আহত হয়েছেন। তাকে অ্যাম্বুলেন্স যোগে হাসপাতাল নিয়ে যাওয়া হচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনী কর্মকর্তারা জানান, বাড়ির ভেতরে থাকা তিনজনকে আত্মসমর্পণ করতে বললে বোকরা পরা এক নারী ধীরে ধীরে হেঁটে ঘরে থেকে বের হয়ে আসে। এ সময় তাকে হাত উঁচু করতে বললে তিনি তা না করে ঘরের দরাজা পর্যন্ত এলে একটি বিস্ফোরণ ঘটে। বোরকা পরা থাকায় মহিলাটির কোমরে যে সুইসাইডাল ভেস্ট ছিলো তা বোঝা যাচ্ছিলো না। ফলে ঘরের দরজার কাছে এসে তিনি বিস্ফোরণ ঘটায়। এতে পুলিশ এবং সাত বছরের শিশুটি আহত হয়।

Loading...

জঙ্গি আস্তানা থেকে শিশুসহ দুই নারীর আত্মসমর্পণ করেছে। অত্মসমর্পণকারী শিশুসহ দুই নারী সদস্যেরা হলেন, জঙ্গি জাহিদের স্ত্রী জেবুন্নেছা ও তার সন্তান এবং অন্য আরেকজন হলেন জঙ্গি মেজর জাহিদের স্ত্রী তৃষ্ণা ও তার সন্তান। তারা আইনশৃঙ্খলাবাহিনীর কাছে অগ্নেয়াস্ত্রসহ বেশ কিছু বিস্ফোরক হস্তান্তর করেছে বলে জানা গেছে।
শনিবার ভোর থেকে আশকোনার ওই ভবনটি ঘিরে রাখা হয়েছে। ভবনটি বিএনপি নেতা আব্দুর রশিদের ভাই হাসানের বাড়ি।
চার থেকে ৫ মাস আগে তিন তলা বাড়ির প্রথম তলাতে ইমতিয়াজ নামে বাসা ভাড়া নেয় এক জঙ্গি। নিজেকে অনলাইন ব্যবসায়ী পরিচয় দেয়। বাসায় ইমতিয়াজ ও তার স্ত্রীসহ এক বাচ্চা এবং ইমতিয়াজের ছোট বোন থাকবে বলে জানিয়েছিলো। ৫০নং সূর্যভিলা বাড়ির মালিক কুয়েত প্রবাসী জামাল উদ্দিনের মেয়ে জোনাকি বেগম এসব তথ্য জানান।
জোনাকি বলেন, বাসা ভাড়া নেয়ার সময় জাতীয় পরিচয় পত্র, ছবি ও ভাড়াটিয়া তথ্যফর্ম সংগ্রহ করা হয়েছে। ইমতিয়াজের গ্রামের বাড়ি টাঙ্গাইল। ভাড়া নেওয়া বাসায় ১টি ল্যাপটপ, ২টি খাট, ১টি ফ্রিজ ও ১টি ড্রেসিন টেবিল ছিলো।
আইনশৃঙ্খলাবাহিনীর পক্ষ থেকে ভবনে অবস্থানরত নব্য জেএমবির সদস্যদের অত্মসমর্পণ করার আহ্বান জানানো হলেও এখানো তারা তাতে কোন সাড়া দেয়নি। ভেতরে কতজন সদস্য অবস্থান করছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সেনাবাহিনীর বিশেষ টিম, র‌্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস, সোয়াতের বিশেষজ্ঞ টিমসহ আইনশৃঙ্খলাবাহিনীর অভিযানের সকল প্রস্তুতি থাকা সত্ত্বেও অত্মসমর্পণের জন্য অপেক্ষা করা হচ্ছে।

More from my site

  • প্রধানমন্ত্রীকে ইফতারের দাওয়াত দিলেন খালেদা জিয়াপ্রধানমন্ত্রীকে ইফতারের দাওয়াত দিলেন খালেদা জিয়া
  • চীনকে নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশকে আপন করলো ভারতচীনকে নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশকে আপন করলো ভারত
  • যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ প্রধানমন্ত্রীরযুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ প্রধানমন্ত্রীর
  • পাপিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ
  • ‘প্রাণনাশের হুমকির কারণে প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করতে পারিনি’
  • রাজধানী তীব্র যানজটে অচলরাজধানী তীব্র যানজটে অচল

More from my site

  • প্রধানমন্ত্রীকে ইফতারের দাওয়াত দিলেন খালেদা জিয়াপ্রধানমন্ত্রীকে ইফতারের দাওয়াত দিলেন খালেদা জিয়া
  • চীনকে নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশকে আপন করলো ভারতচীনকে নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশকে আপন করলো ভারত
  • যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ প্রধানমন্ত্রীরযুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ প্রধানমন্ত্রীর
  • পাপিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ
  • ‘প্রাণনাশের হুমকির কারণে প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করতে পারিনি’
  • রাজধানী তীব্র যানজটে অচলরাজধানী তীব্র যানজটে অচল