মঙ্গলবার, ২৭শে ডিসেম্বর, ২০১৬ ইং

বাংলাদেশকে আরও তথ্য দিয়েছে ফেসবুক

CTGBDNEWS.COM
ডিসেম্বর ২৩, ২০১৬

ডেস্ক রিপোর্ট: ফেসবুক ব্যবহারকারীদের তথ্য চেয়ে বাংলাদেশ সরকারের করা আবেদনের পরিপ্রেক্ষিতে সাড়া দিয়েছে কর্তৃপক্ষ।

২১ ডিসেম্বর ফেসবুক প্রকাশিত ‘গ্লোবাল গভর্নমেন্ট রিকোয়েস্টস রিপোর্ট’- এ তথ্য জানানো হয়।

এবারের প্রতিবেদনে চলতি বছরের প্রথম ছয় মাসে বিভিন্ন দেশের সরকারের কাছ থেকে পাওয়া অনুরোধের তথ্য প্রকাশ করেছে ফেসবুক।

Loading...

ফেসবুকের প্রতিবেদনের বাংলাদেশ অংশে দেখা গেছে, জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ছয় মাসে মোট ১০টি অনুরোধ করা হয়েছে। এর মধ্যে আইনিপ্রক্রিয়া-সংক্রান্ত ৯টি অনুরোধে ৮টি অ্যাকাউন্টের তথ্য জানতে চাওয়া হয়েছে। এ ক্ষেত্রে ফেসবুক ১১ দশমিক ১১ শতাংশ তথ্য সরবরাহ করেছে।

এ ছাড়া ফেসবুক কর্তৃপক্ষের কাছে জরুরি প্রয়োজনে একটি অ্যাকাউন্টের তথ্য চাওয়া হলে সে ব্যাপারে পূর্ণাঙ্গ তথ্য দেওয়া হয়েছে।

এর আগে চলতি বছরের এপ্রিল মাসে প্রথমবারের মতো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ব্যবহারকারীর তথ্য চেয়ে করা অনুরোধে সাড়া দেয় ফেসবুক কর্তৃপক্ষ।

More from my site