মঙ্গলবার, ২৭শে ডিসেম্বর, ২০১৬ ইং

জাতিসংঘ কর্মকর্তা ‘ইডিয়ট’: দুতার্তে

CTGBDNEWS.COM
ডিসেম্বর ২৩, ২০১৬

 

আন্তর্জাতিক ডেস্ক :জাতিসংঘের এক শীর্ষস্থানীয় কর্মকর্তাকে ‘ইডিয়ট’ ও ‘জোকার’ বলে মন্তব্য করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। বৃহস্পতিবার টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি এ মন্তব্য করেন।

গত সপ্তাহে দুতার্তে দাবি করেন, দাভাও শহরের মেয়র থাকাকালে কয়েকজন দুষ্কৃতিকারীকে গুলি করে হত্যা করেছিলেন তিনি। এ মন্তব্যের পর তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার জেইদ রা’দ আল হুসেইন।

Loading...

এর পরিপ্রেক্ষিতেই দুতার্তে বলেন, এই লোকটি (জেইদ) হয় জোকার নয়তো পাগল। তিনি জেইদকে স্টুপিড বলেও মন্তব্য করেন।

জাতিংঘ কর্মকর্তাকে চুপ থাকার অনুরোধ জানিয়ে ফিলিপিনো প্রেসিডেন্ট বলেন, ‘তোমার মাথায় ঘিলুর অভাব আছে। আবার স্কুলে ভর্তি হও। তোমাদের কূটনীতি বিষয়ে জানা নেই। জাতিসংঘের একজন কর্মকর্তা হয়ে কীভাবে কথা বলতে হয় সেটাই তোমাদের জানা নেই।’

জেইদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা জাতিসংঘের কর্মকর্তারা ওখানে বসে থাক আর আমরা তোমাদের বেতন দেই। তুমি বেকুব, আমাকে কী করতে হবে সেটা বলতে এসো না। তোমাকে এই অধিকার কে দিয়েছে?’

এক ব্যবসায় প্রতিনিধি দলের সাথে বৈঠকে গত সপ্তাহে দুতার্তে বলেছিলেন, তিনি রাতে দাভাও শহরে মোটরসাইকেল নিয়ে ঘুরতেন আর দেখতেন কোথায় গণ্ডগোল হচ্ছে। সুযোগ বুঝে তিনি সন্দেহভাজন অপরাধীদের হত্যা করতেন, যাতে পুলিশ তাকে দেখে আরো বেশি শক্তি প্রয়োগে উৎসাহী হয়। এ মন্তব্যের পর দুতার্তের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা শুরু হয়। ওই সময় ফিলিপাইনের মানবাধিকার সংগঠনগুলোও তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের দাবি জানায়।

উল্লেখ্য, গত জুলাইয়ে প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন দুতার্তে। এরপর থেকে এখন পর্যন্ত মাদকবিরোধী এ অভিযানে মেয়রসহ অন্তত ছয় হাজার মানুষকে খুন করে নিরাপত্তা বাহিনী।

More from my site

  • চলছে অবরোধ সংঘর্ষ-নিহত ২ আহত ৭০, ট্রেনে আগুন
  • প্রথমবারেই নজর কাড়লেন দীপিকা
  • বোল্টকে মুস্তাফিজের বাংলায় প্রশ্ন ‘কেমন আছ?’
  • কৃষি সমস্যা দূর করতে সার্কভুক্ত দেশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীরকৃষি সমস্যা দূর করতে সার্কভুক্ত দেশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
  • সঙ্গীকে খুন করে তাঁর মাংস রান্না করে খেয়েছিলেন ইনি
  • রাজধানীর দারুস সালাম থেকে জঙ্গি সন্দেহে আটক ৪ জন

More from my site