বুধবার, ১০ই মে, ২০১৭ ইং ২৭শে বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

ব্রাক্ষনবাড়িয়ায় শীতকালীন শাক-সবজির আমদানী থাকলেও দাম ক্রেতাদের নাগালের বাইরে

AmaderBrahmanbaria.COM
ডিসেম্বর ১০, ২০১৬

নিজস্ব প্রতিবেদক ব্রাক্ষনবাড়িয়ার হাট-বাজার গুলোতে শীত কালীন শাক-সবজির ব্যাপক আমদানী থাকলেও দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। গত ১ সপ্তাহে দাম কিছুটা কমলেও এখনও চড়া দামে বিক্রি হচ্ছে শীতের শাক-সবজি।শহরের অনন্দবাজার ,ফারুকী বাজার, মেড্ডা ,বর্ডার বাজার সহ সব কটি বাজারের চিত্র একই ।বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে টমেটো প্রতি কেজি ৮০-৮৫ টাকা, প্রতিটি ফুলকপি ৩০-৩৫ টাকায়,বাধাকপি ৩৫-৪০ টাকায়,লাল শাক ২৫-৩০ টাকায় ,সিম ৬০-৭০ টাকায় এবং লাউ প্রতিটি ৬০-৬৫ টাকায় বিক্রি হচ্ছে।বেশ কয়েক জন ক্রেতা জানালেন তাদের আক্ষেপের কথা ।তারা জানালেন বাজারের যে অবস্থা তাতে স্বল্প আয়ের মানুষ বিপাকে পড়েছে।অন্যদিকে বিক্রেতারা উচ্চমূল্যের বিষয়টি স্বীকার করে বললেন পর্যপ্ত সরবরাহ না থাকায় সবজির বাজার কিছুটা চড়া ।শীত বাড়ার সাথে সাথে শীত কালীন সবজির সরবরাহ বাড়বে,তখন এসব সবজির দাম কমবে।কথা হয় সবজির ক্রেতা আবুল হোসেনের সাথে তিনি বলেন এ শীত মৌসুমে এ সময়ে বাজার ভরা শীতের শবজি থাকত কিন্তু চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম যেমন ,ফুলকপি,বাধাকপি,টমেটো সীম বিভিন্ন শীতকালীন শাঁক প্রত্যেকটা জিনিসেরই দাম আমাদের মত নি¤œ আয়ের মানুষের নাগালের বাইরে।দুই তিনশত টাকার সবজি কিনলে আমার ঘরের পাঁচজন সদস্য থাকাতে তিন দিন ও যায় না ।আমরা নি¤œ আয়ের মানুষ কি খেয়ে বেঁচে থাকব আর কিছুই বুঝি না।বাজারে তো সবজির আমদানী আছে।পাইকারী ও খুচরা বিক্রেতারা তাদের মন খুশিমত দামে বিক্রী করছেন। ব্যাপরে জেলা কৃষি সস্প্রসারন অধি দপ্তরের উপ পরিচালক আবু নাসের জানান , জেলায় শীতকালীন সবজির ব্যাপক আবাদ হয়েছে। জেলার সরাইল ,নাসিরনগর ,নবীনগর ,বিজয়নগর সহ বিভিন্ন উপজেলায় সবজির ব্যাপক চাষ হয়েছে। ডিমেম্বরের মাঝামাঝি সময় থেকে সবজির ভরা মওসুম শুরু হবে । তখন বাজারদরও কমে আসবে।