বাঞ্ছারামপুরের ফেরিঘাটে যুবলীগ নেতার অবৈধ ভিটি উচ্ছেদ করলেন ভ্রাম্যমান আদালত
নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা কড়িকান্দি ফেরিঘাটের রাস্তা দখল করে উপজেলা যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমের ছেলে দিদার হোসেনের অবৈধভাবে নির্মাণ করা ভিটি উচ্ছেদ করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (৫.১২.১৬) দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. দিদারুল আলম এ আদালত পরিচালনা করেন।
বাঞ্ছারামপুর উপজেলা সহকারি কমিশনার কার্যালয় সুত্রে জানা গেছে, ২০১০ সালের ২৭ আগস্ট বাঞ্ছারামপুর উপজেলার সঙ্গে সরাসরি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা সড়ক যোগাযোগ স্থাপন করতে মেঘনা নদীর উপর ফেরি স্থাপন করে কর্তৃপক্ষ। ওই সময় বাঞ্ছারামপুর উপজেলার বাঞ্ছারামপুর-ফেরিঘাট সড়কের কড়িকান্দি এলাকায় সড়কের শেষ প্রান্ত থেকে পন্টুন পর্যন্ত প্রায় ৫০ মিটার দৈর্ঘ্যের সংযোগ সড়ক নির্মাণ করা হয়। বাঞ্ছারামপুর উপজেলার কড়িকান্দি ফেরিঘাট এলাকায় সম্প্রতি রাস্তার জায়গা দখল করে পাকা ভিটি নির্মাণ করেন বাহেরচর গ্রামের মো. দিদার হোসেন। সেই ভিটি সোমবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উচ্ছেদ করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি)। এ সময় কানুনগো বসন্ত চাকমা, সার্ভেয়ার ওয়াসিম আকরাম, উজানচর ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা এমরান মিয়া, এসআই মোবারক হোসেন সঙ্গে ছিলেন।
এবিষয়ে যুবলীগ নেতা দিদার হোসেন বলেন, “কানাইনগর গ্রামের তারা মিয়ার নামের এক ব্যক্তির কাছ থেকে প্রতি মাসে সাতশ টাকায় ভাড়া নিয়ে ভিটি পাকা করেছি। এইটা যে সরকারি জায়গা আমার জানা ছিল না।”
এবিষয়ে বাঞ্ছারামপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.দিদারুল আলম বলেন, “কড়িকান্দি ফেরিঘাটের রাস্তার জায়গা দখল করে অবৈধভাবে চেয়ারম্যান সাহেবের ছেলে দিদারুল ভিটি নির্মাণ করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তা উচ্ছেদ করে দিয়েছি।”