বুধবার, ১০ই মে, ২০১৭ ইং ২৭শে বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের ৯ নৌকা ফেরত পাঠাল বিজিবি

AmaderBrahmanbaria.COM
ডিসেম্বর ১, ২০১৬

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : নাফ নদী পার হয়ে সীমান্তের ছয়টি পয়েন্ট দিয়ে কক্সবাজারের টেকনাফে অনুপ্রবেশকালে রোহিঙ্গা বোঝাই ৯টি নৌকাকে ফেরত পাঠিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার ভোরে তারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী।

তিনি জানান, ভোরে নাফ নদীর পার হয়ে সীমান্তের ৬টি পয়েন্ট দিয়ে রোহিঙ্গা বোঝাই ৯ নৌকা বাংলাদেশে অনুপ্রবেশ করার চেষ্টা করেছিল। এ সময় বিজিবির টহল দলের সদস্যরা তাদের বাধা প্রদান করে। পরে তাদের ফেরত পাঠানো হয়।

তিনি আরও জানান, যেসব পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা বারবার অনুপ্রবেশ করার চেষ্টা করছে সেসব পয়েন্টে বিজিবির নজরদারি আরও বাড়ানো হয়েছে।

এ জাতীয় আরও খবর