সবচেয়ে বেশি ‘ছক্কা’ হাকিয়েছেন যারা
AmaderBrahmanbaria.COM
নভেম্বর ১৬, ২০১৬
স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের ইতিহাসে অনেক হার্ড হিটার ব্যাটসম্যানের নাম খোদাই করা রয়েছে। তাদের মধে অনেকে ক্রিকেট জগত থেকে নিজেকে গুটিয়ে মিয়েছেন। আবার অনেকে ক্রিকেটের সাথে সম্পর্কর জোরসুত্র ধরে ক্রিরাঙ্গনে নিয়মিত আছেন।
যারা বেশি বেশি চার-ছয় হাকাতে পারেন তাদের জনপ্রিয়তাই বেশি থাকে। যেমন শহীদ আফ্রিদি। ক্রিকেট বিশ্বে এর যে কত ভক্ত রয়েছেন তা গননার অযোগ্য। দেখে নেয়া যাক ক্রিকেট ইতিহাসে এ যাবত কে সবথেকে বেশি ছয় হাকিয়েছেন। এবং এক থেকে ১০ নম্বর তালিকায় কারা আছেন।
ক্রম | খেলোয়াড় | সাল | ম্যাচ | সিক্স(৬) |
১ | শহীদ আফ্রিদি | ১৯৯৬-২০১৬ | ৫২৩ | ৪৭৬ |
২ | ক্রিস গেইল | ১৯৯৯-২০১৬ | ৪২২ | ৪৩৪ |
৩ | ব্রেন্ডন ম্যাককালাম | ২০০২-২০১৬ | ৪৭৪ | ৩৯৮ |
৪ | সনোত জয়াসুরিয়া | ১৯৮৯-২০১১ | ৫৮৬ | ৩৫২ |
৫ | এমএস ধোনি | ২০০৪-২০১৬ | ৪৪৬ | ৩০৯ |
৬ | এবি ডি ভিলিয়ার্স | ২০০৪-২০১৬ | ৩৮৩ | ২৯২ |
৭ | শচীন টেন্ডুলকার | ১৯৮৯-২০১৩ | ৬৬৪ | ২৬৪ |
৮ | অ্যাডাম গিলক্রিস্ট | ১৯৯৬-২০০৮ | ৩৯৬ | ২৬২ |
৯ | জ্যাক ক্যালিস | ১৯৯৫-২০১৪ | ৫১৯ | ২৫৪ |
১০ | সৌরভ গাঙ্গুলি | ১৯৯২-২০০৮ | ৪২৪ | ২৪৭ |