সম্পর্ক মধুর রাখতে এড়িয়ে চলুন কিছু কথা
১। প্রেমিকা ওজন বাড়িয়ে ফেলেছেন। নতুন পোশাকে জানতে চাইলেন কেমন লাগছে? মুখ ফুটেও সত্যিটা বলে ফেলবেন না যেন! ভয়ানক ক্ষেপে যেতে পারেন।
২। কপালে খামখেয়ালি প্রেমিকা জুটে জেতেই পারে। তাই বলে সব তার সিদ্ধান্তে বাগড়া দেবেন না। মন দিয়ে কথা শুনুন। ভাল না লাগলেও উৎসাহ দিন। পরে গোল বাঁধলে সামাল দিতে হাজির থাকুন।
৩। কাছের মানুষটি তার প্রিয় বন্ধু বা বান্ধবীর প্রশংসা করে যাচ্ছেন। তাই বলে আপনি তাতে সায় দিতে যাবেন না যেন! হিতে বিপরীত হতে পারে। আপনি হয়ত সাদা মনেই বলছেন, কিন্তু কাছের মানুষটির কপালে ভাঁজ পড়তে পারে।
৪। যুক্তি–তর্ক দিয়ে ঝগড়া মেটাতে যাবেন না। প্রথমেই নিজের দোষ স্বীকার করে নিন। মাথা ঠান্ডা হলে নিজের ভাবনা–চিন্তা দিয়ে তাকে বুঝিয়ে বলুন।
৫। প্রেমিক বা প্রেমিকা হয়ত একটু বেশি খরচ করে ফেলেন। মুখের ওপর তা বলে বসবেন না। ভবিষ্যতের কথা তুলুন। তাকে বোঝান যে সঞ্চয়ও জরুরি।