১৫ই সেপ্টেম্বর, ২০১৬ ইং, বৃহস্পতিবার ৩১শে ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » slider 5 » পানির দরে বিক্রি হচ্ছে গরু


পানির দরে বিক্রি হচ্ছে গরু


Amaderbrahmanbaria.com : - ১২.০৯.২০১৬

নিউজ ডেস্ক : গরু বিক্রেতারা হতাশ। তাদের ভাষ্য, ‘গরুর বাজার খুব খারাপ। পানির দরে গরু বিক্রি করতে হচ্ছে।’ ক্রেতা দাম বলবেন এটাই স্বাভাবিক। কিন্তু উল্টো বিক্রেতাই বলছেন, ‘ভাই গরুটা নেন।’ আজ সোমবার রাতে রাজধানীর গাবতলীর গরু হাটের চিত্র এটি। অনেক ব্যাপারীকে গরু ফিরিয়ে নিয়ে যেতে দেখা গেছে। তাঁরা বলছেন, ‘বাজার এত খারাপ হবে জানলে এলাকা থেকে এত কষ্ট করে গরু ঢাকায় আনতাম না।’

হেলাল ব্যাপারী কুষ্টিয়া থেকে এসেছেন গাবতলীর হাটে। বললেন, ১ লাখ ২০ হাজার টাকায় কেনা গরু বিক্রি করেছেন ৮০ হাজার টাকায়। ৪০ হাজার টাকা লস। তিনি দাবি করলেন, ৬০ হাজার টাকার গরু বিক্রি হচ্ছে ত্রিশে। বাজার এতই খারাপ।

হেলাল ব্যাপারীর মতো একই কথা বললেন আবুল কাশেম। তিনি এসেছেন মানিকগঞ্জ থেকে। তাঁর ভাষ্য, ‘বাজারের অবস্থা খুব খারাপ। কারণ গরু উঠেছে বেশি।’ মাদারীপুর থেকে গরু নিয়ে এনেছেন ইসমাইল ব্যাপারী। তাঁর কথায়, ‘বাজারের অবস্থা খুব খারাপ। ১ লাখ ২০ হাজার টাকার গরু বলে ৫০ হাজার টাকা।’

রাজধানীর গাবতলীর গরু হাটের চিত্র।কথা বলার একপর্যায়ে ইসমাইল আক্ষেপের সুরে বলেন, ‘গরু বাজারে উঠেছে বেশি। মরে গেছি। এত কষ্ট করে গরু পালা। এখন ভুষি তো দূরের কথা মশারির দামও হবে না।’ শহীদুল ইসলাম এসেছেন রাজশাহী থেকে। দুটি গরু তুলেছেন হাটে। শহীদুলও বললেন, ‘বাজারের অবস্থা প্রচুর খারাপ। গতকাল যে গরুর দাম বলেছিল সাড়ে ৩ লাখ ৫ হাজার টাকা। এখন তা বলছে ১ লাখ ৫০ হাজার টাকা।’ মেহেরপুর থেকে ২০টি গরু এনেছেন জাহাঙ্গীর। মাত্র আটটি গরু তিনি বিক্রি করতে পারছেন। অবিক্রীত ১২টি গরু তিনি ফিরিয়ে নিয়ে যান। জাহাঙ্গীর বললেন, ‘ভাই কপাল খুব খারাপ।’

আজহার ব্যাপারী বললেন, ‘বাজারের অবস্থা খুব খারাপ। ভারতের গরু না আসলে বাজারের অবস্থা এমন খারাপ হতো না। আজ থেকে আট মাস আগে গরু কিনেছি ৩ লাখ টাকায়। আজকে দাম বলছে আড়াই লাখ টাকায়।’





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close