নিজস্ব প্রতিবেদক :গাঁজা সেবনে বাধা দেয়ার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুদল গ্রামবাসীর মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪০ জন আহত হয়েছেন। শনিবার উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
আহত গ্রামবাসী মুক্তার হোসেন ও আলী আকবর জানান, বিটঘর গ্রামের ছাবুর বাড়ির বাচ্চুকে গাঁজা সেবনে বাঁধা দেয় গ্রামের পাঁচ নম্বর ওয়ার্ডের মেম্বার কুতুব মিয়ার বাড়ির মিয়া শাহ। এ ঘটনায় তর্কের জেরে সকালে ছাবুর বাড়ি ও কুতুব মিয়ার বাড়ির লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
একই ঘটনার জের ধরে দুইপক্ষ বিকেলে টেঁটা-বল্লমসহ নানা দেশীয় অস্ত্র নিয়ে আবারো সংঘর্ষে জড়ায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল করিম জানান, খবর পেয়ে সরাইল থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায়। পরে ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। তবে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।