বিনোদন ডেস্ক : সিনেমার দৃশ্য নিয়ে অভিনয়শিল্পীদের বিতর্কের মুখে পড়ার বিষয়টি নতুন কিছু নয়। সর্বশেষ এ তালিকায় যোগ হলেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী নয়নতারা। এ অভিনেত্রীর থিরুনাল শিরোনামের একটি সিনেমার দৃশ্যের জন্য তোপের মুখে পড়েছেন তিনি।
সিনেমায় নয়নতারা একজন স্কুল শিক্ষিকার ভূমিকায় অভিনয় করেছেন। আলোচিত দৃশ্যটিতে নয়নতারাকে স্কুলের ছোট একটি ছাত্রের সঙ্গে ‘লিপ-লক’ করতে দেখা গেছে। দৃশ্যটি ইন্টারনেটে প্রকাশের পরেই তা ভাইরাল হয়ে যায় এবং অনেকেই দৃশ্যটির সমালোচনা করেন। তবে দৃশ্যটিতে খারাপ কিছু নেই বলেও অনেকে মন্তব্য করেছেন।
থিরুনাল সিনেমাটি পরিচালক পি.এস রামনাথের দ্বিতীয় সিনেমা। সিনেমার দৃশ্য নিয়ে বিতর্ক সম্পর্কে তিনি বলেন, ‘এটি সিনেমার ছোট একটি মজার দৃশ্য। দৃশ্যটি যদি আপত্তিকর হতো তাহলে নয়নতারা এতে অভিনয় করতো না। আর এটি খুবই সামান্য একটি দৃশ্য, স্কুলের ছেলেমেয়েরা এখন এমনটি প্রায়ই করে। এ দৃশ্য নিয়ে এতো কথা বলার কিছু নেই। এটি যদি বড় বালক হতো তাহলে অন্য কথা ছিল। আর যদি এটি আপত্তিকর দৃশ্য হতো তাহলে সেন্সর বোর্ড সরিয়ে ফেলত।’
সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জীভা। গত ৫ আগস্ট মুক্তি পেয়েছে সিনেমাটি।