বিনোদন ডেস্ক: বর্তমান বিশ্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে বলিউডের অবস্থান অন্যতম। দিন দিন বাড়ছে বলিউডি ফিল্মের চাহিদা। বিশেষ করে উপমহাদেশে হিন্দি ফিল্মের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। আমাদের বাংলাদেশেও রয়েছে হিন্দি ছবির প্রচুর ফ্যান।
হলিউড ইন্ডাস্ট্রির সাথে সাথে পাল্লা দিয়ে ব্যাপক পরিবর্তন এসেছে হিন্দি ছবিতে। রগরগে দৃশ্য থেকে শুরু করে নগ্ন হওয়া পর্যন্ত কোন কিছুতেই পিছপা হচ্ছেন না পরিচালকরা। নায়িকারাও সাবলিল ভাবে অভিনয় করছেন এই সব দৃশ্যে। আর প্রায় ছবিতে চুমু দৃশ্যতো একেবারেই সাধারণ ঘটনা।
তবে এতোকিছুর পরেও এমন অনেক ছবি রয়েছে যে সকল ছবি ভারতীয় সেন্সর বোর্ড এখনও অনুমতি দেয়নি প্রকাশের জন্য। কারণ হিসেবে সেন্সর বোর্ড বলছে এই সকল ছবিতে যৌনতার হিড়িক অনেক বেশি। এরকম ১৫টি ছবি নিয়ে আমাদের আজকের প্রতিবেদন।