বিনোদন ডেস্ক : পরিচালক অনুরাগ কাশ্যপ এবং কাল্কি কোয়েচলিনের সম্পর্ক-বিয়ে-ডিভোর্স সবকিছু যেন হুট করেই হয়ে গেল। ২০১১ সালে বিয়ের পর ২০১৫তে ডিভোর্স। পর দু’জনেই দু’জনের সম্পর্কে ভাল ভাল কথাই বলেছেন। তবে এটা তো কোন বৈবাহিক জীবন নয়। বিয়ে মানে পারিবারিক বন্ধন, সামাজিকতা আর শারিরীক আনন্দ। তবে জীবন নিয়ে কাল্কির ধারণা আরও পরিণত হয়েছে সে কথা বলাই বাহুল্য।
অনুরাগের সঙ্গে বিচ্ছেদের পর কখনও কাল্কির নাম জড়িয়েছে ফারহান আখতারের সঙ্গে। কখনও বা শোনা গিয়েছে থিয়েটারের জনপ্রিয় অভিনেতা জিম সার্ভের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন নায়িকা। এ বার সে সব নিয়েই মুখ খুললেন কাল্কি। শেয়ার করলেন যৌনতা নিয়ে নিজস্ব ভাবনাও।
কাল্কির কথায়, ‘‘৩০ বছরের পর সেক্স অনেক ভালভাবে এসেছে আমার জীবনে। এখন আমি বিছানায় অনেক বেশি স্বার্থপর। পার্টনারদের আমি এখন নিজেই পছন্দ করি। কেউ আমাকে পছন্দ করছে বলে তাকে পছন্দ করতে হবে এই ধারণায় আমি আর বিশ্বাসী নই। আসলে লোকে কী বলবে সেটা নিয়ে আমরা অনেক বেশি ভাবি, তাই নিজেদের বেঁচে থাকার রসদ হারিয়ে ফেলি। যত বয়স বাড়বে, তত বোধহয় এটা আমরা আরও ভালভাবে বুঝতে পারব।”