১৭ই আগস্ট, ২০১৬ ইং, বুধবার ২রা ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ
পূর্ববর্তী ময়লা দেখলেই গায়েব লক্ষ্মীদেবী কঙ্গনা


ধোনির অজানা গল্পের ট্রেইলার প্রকাশ (ভিডিও)


Amaderbrahmanbaria.com : - ১২.০৮.২০১৬

 

বিনোদন ডেস্ক : ভারতের বর্তমান ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। উইকেট রক্ষক হিসেবে এবং হেলিকপ্টার শট দিয়ে রাতারাতি তারকা খ্যাতি পান জনপ্রিয় এ ক্রিকেটার। তার সম্পর্কে এক বাক্যে বলা যায়, আসলেন এবং গোটা ক্রিকেট বিশ্বকে জয় করলেন।কিন্তু বর্তমান অবস্থানে পৌঁছাতে ধোনিকেও পাড়ি দিতে হয়েছে কঠোর পথ। রাচির একজন সাধারণ বালক থেকে বিশ্ব দরবারে নিজেকে মেলে ধরতে করতে হয়েছে নানা ত্যাগ স্বীকার।

মহেন্দ্র সিং ধোনির সেই অজানা কথা নিয়ে বলিউড পরিচালক নীরাজ পাণ্ডে নির্মাণ করেছেন এম.এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি শিরোনামের সিনেমা।

গত বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে এ সিনেমার ট্রেইলার। এতে দেখা যায়, ভারতীয় রেলে চাকরি করা থেকে শুরু করে, ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়ক হয়ে ওঠা, প্রেম থেকে শুরু করে ধোনির জীবনের নানা উত্থান-পতনের বিভিন্ন মুহূর্তকে।

সিনেমায় ধোনি চরিত্রকে অসাধারণভাবে ফুটিয়ে তোলার দায়িত্ব পালন করেছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। এছাড়া সিনেমায় ধোনির বোনের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী ভূমিকা চাওলা এবং স্ত্রী সাক্ষীর চরিত্রে অভিনয় করেছেন কিয়ারা আদভানি। অনুপম খেরকে দেখা যাবে ধোনির বাবার ভূমিকায়। ফক্স স্টার স্টুডিওস এবং ইস্পায়ার্ড এন্টারটেইনমেন্টের প্রযোজনায় সিনেমাটি মুক্তি পাবে আগামী ৩০ সেপ্টেম্বর।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদকঃ জাবেদ রহিম বিজন

Amaderbrahmanbaria.com
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563



close