আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ফিলিপ গোল্ডবার্গকে যৌনবৈষম্যপূর্ণ গালি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। টেলিভিশনে প্রকাশিত এক বক্তব্যে তিনি বলেন, গোল্ডবার্গ একজন সমকামী কূটনীতিক। এই জারজটা আমাকে খুবই বিরক্ত করছে।
স্থানীয় ভাষায় দেয়া বক্তব্যে গোল্ডবার্গ সম্পর্কে নিজের অপছন্দ প্রকাশ করতে গিয়ে তিনি এ কথা বলেন। বার্তা সংস্থা এএফপি জানায়, দুতের্তের মন্তব্যের কারণে ওয়াশিংটনে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে ওয়াশিংটন।
দুতের্তের এ বক্তব্যের পর তীব্র প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলীয় রাষ্ট্রদূত। বক্তব্যে দুতের্তে আরও বলেন, আমি লড়ছি মার্কিন রাষ্ট্রদূতের বিরুদ্ধে। তিনি আমার কাজে বাধা দিচ্ছেন। তিনি নির্বাচনের সময় এখানে সেখানে বিবৃতি দিয়ে গেছেন। কিন্তু তার তা করা উচিত হয়নি।