১৭ই আগস্ট, ২০১৬ ইং, বুধবার ২রা ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ


ব্রিটেনে মুসলিম নারীরা আর্থিক সুবিধা বঞ্চিত


Amaderbrahmanbaria.com : - ১১.০৮.২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনে আর্থিক সুবিধা থেকে বঞ্চিত মুসলিম নারীরা। আর তাই অন্য দেশের নারীদের তুলনায় এখানে বেকারত্বের হার তিনগুণ বেশি।

ব্রিটেনের এমপিদের তৈরি করা এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এমপিদের দ্য উইমেন অ্যান্ড ইকুয়ালাইটিস কমিটি তাদের এই প্রতিবেদনে বলছে, মূলত তিনটি কারণেই ভুক্তভোগীদের এ অবস্থা।

আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হওয়ার কারণগুলো হলো- প্রথমত তারা নারী, ২য় সংখ্যালঘু নৃগোষ্ঠী ও সর্বশেষ মুসলিম।

পরিষ্কারভাবেই এই প্রতিবেদনে উঠে এসেছে ব্রিটেন সমাজের এ বৈষম্য।

প্রতিবেদনের ফলস্বরূপ সরকার বলছে, সবার জন্য কাজের ব্যবস্থা করতে তারা অঙ্গীকারাবদ্ধ। তারা বলছে, ২০১১ সালের চেয়ে ৪৫ শতাংশ বেশি মুসলিম নারী এখন কাজ করছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ধর্মের কারণেই মুসলিম নারীরা বেশি বঞ্চনার শিকার হচ্ছে। মুসলিম নারীদের ওপর ইসলামোফোবিয়ার প্রভাবকে অবহেলা করা উচিত নয়। একই ধরনের শিক্ষাগত যোগ্যতা ও ভাষাগত দক্ষতা থাকা সত্ত্বেও খ্রিস্টান নারীদের চেয়ে প্রায় ৭১ শতাংশ বেশি মুসলিম নারীই বেকার রয়েছে। এমনকি বৈষম্যের শিকার হওয়ার ভয় ও কাজের পরিবেশের কারনেও অনেক মুসলিম নারী চাকুরীর আবেদন করেননা। আর এরপর এদের কিছু কুসংস্কার বা অতি স্বামী ভক্তবোধ সমস্যাতো রয়েছেই।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদকঃ জাবেদ রহিম বিজন

Amaderbrahmanbaria.com
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563



close