বুধবার, ২১শে জুন, ২০১৭ ইং ৭ই আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

নবীনগরে দেশী শাড়ি ও থ্রীপিচের চাহিদা জমে উঠেছে ঈদ বাজার

AmaderBrahmanbaria.COM
জুন ৩০, ২০১৬

---

eid fitur-picturশ্যামা প্রসাদ চক্রবর্ত্তী শ্যামল,নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে জমে উঠেছে
ঈদ বাজার। ঈদের আর মাত্র কয়েকদিন বাকী। দেশীয় শাড়ি ও থ্রিপিচ
সাথে ভারতীয় থ্রিপিচে’র চাহিদা ও বেশী এবার নবীনগরে মার্কেটে। ক্রেতা বিক্রেতার চলছে দাম কষাকষি।
সবমিলে বিক্রিও হচ্ছে বেশ ভালো। ঈদকে সামনে রেখে বেচাকেনা। ক্রেতা বিক্রেতার দর কষাকষি।
সবমিলিয়ে জমে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ঈদ বাজার। গ্রাম ও প্রত্্যন্ত অঞ্চল থেকে ঈদের বাজার
করতে আসছে সাধারণমানুষ। ঈদ আনন্দে ভাসছে বাজার। দেশীয় শাড়ি বিশেষ করে তাঁেতর শাড়ির বিক্রি
এবার বেশী নবীনগরের সদর বাজারে। আর তাতের কাপড়ের থ্রীপিচ থাকলেও ভারতীয় থ্রিপিচে সয়লাব হয়ে
গেছে বাজার। কিন্তু ক্রেতারা বলছেন নতুন কিছু নেই। গেল বছরের ডিজাইনের ভারতীয় থ্রিপিচ বিক্রি হচ্ছে।
তাই চাহিদা তৈরী হয়েছে দেশীয় তাঁতের থ্রিপিচের। এবার ঈদের বাজারে শাড়ি থ্রিপিচের দাম তুলনামূলক ভাবে কম।

 

এ জাতীয় আরও খবর