শনিবার, ১লা সেপ্টেম্বর, ২০১৮ ইং ১৭ই ভাদ্র, ১৪২৫ বঙ্গাব্দ

পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে পারবে না ভারত: রাশিয়ার পরমাণু বিশেষজ্ঞ

 

আন্তর্জাতিক ডেস্ক :রাশিয়ার পরমাণু বিশেষজ্ঞ শীর্ষ নিউজ ডেস্ক: রাশিয়ার এক পরমাণু বিশেষজ্ঞ বলেছেন, ভারত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা উন্নয়নে ব্যাপক বিনিয়োগ সত্ত্বেও যুদ্ধ বাঁধলে পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলা হয়ত পুরোপুরি ঠেকাতে পারবে না।কার্নেগি মস্কো সেন্টারের নন-প্রলিফারেশন প্রোগ্রামের সিনিয়র গবেষক পেতর টপিচকানোভ এ কথা বলেছেন।

pak-misail_128349

 

তিনি বলেন, আগামী ১০ বছরে পরমাণু অস্ত্র এবং সক্ষমতা উন্নয়নে ব্যাপক অর্থ ব্যয়ের পরিকল্পনা করেছে ভারত; কিন্তু তা সত্ত্বেও যুদ্ধ বাঁধলে পাকিস্তানি হামলা থেকে নিজ ভূমি রক্ষা করতে পারবে বলে মনে হয় না।ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা উন্নয়নে ভারত এবং ইহুদিবাদী ইসরাইলের মধ্যে ব্যাপক সহযোগিতা চলছে। এ ছাড়া রাশিয়ার কাছে থেকে ভারত এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নেয়ার চেষ্টা চালাচ্ছে।তিনি বলেন, এতসব সত্ত্বেও পাকিস্তানি ক্ষেপণাস্ত্র কার্যকরভাবে প্রতিহত করতে পারে এমন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করা থেকে অনেক দূরে রয়েছে ভারত।

এ জাতীয় আরও খবর

সড়ক দুর্ঘটনায় বুলগেরিয়ায় হতাহত : তিন মন্ত্রীকে বরখাস্ত

শহিদুল আলমের মানসিক অবস্থা স্থিতিশীল

এরদোগানের দৌড় আসলে কতদূর?

রাশিয়ায় অস্ত্র কারখানায় বিস্ফোরণ, নিহত ৩

সড়ক দুর্ঘটনা: বুলগেরিয়ার তিন মন্ত্রী বরখাস্ত

মডেলিংয়ের নামে কিশোরীকে ‘নগ্ন’, ৩ জনের কারাদণ্ড

দেশে ফিরেছেন ১৩ হাজার হাজি

অল্পের জন্য বেঁচে গেলেন রাহুল গান্ধী

খরচ কমাতে হেলিকপ্টারে অফিসে যাচ্ছেন ইমরান খান!