সোমবার, ২১শে মে, ২০১৮ ইং ৭ই জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

ডায়াবেটিস নিরাময় হবে চিরতরে

jakia..diabetes_99923স্বাস্থ্য ডেস্ক : ডায়াবেটিস, এই রোগটির সম্পর্কে সকলেরই কমবেশি জানাশোনা রয়েছে। এটি এমন একটি রোগ যা নিরাময় অযোগ্য, তবে নিয়ন্ত্রণে রাখতে দীর্ঘদিন সুস্থ জীবন-যাপন সম্ভব। কিন্তু সম্প্রতি এই ধারণাকে মিথ্যা প্রমাণ করে ডায়াবেটিস নিরাময়ে ঔষধ আবিষ্কারের সুখবর দিলেন মার্কিন একদল বিজ্ঞানী। ছয় মাস ধরে বিজ্ঞানীরা ইঁদুরের ওপর গবেষণা চালিয়ে এ সিদ্ধান্তে পৌঁছায় যে, চিরতরে ডায়াবেটিস নিরাময়ের ঔষধ আবিষ্কার সম্ভব।

মার্কিন বিভিন্ন হাসপাতালের চিকিৎসক এবং হার্ভাড ইউনিভার্সিটির গবেষণায় দেখা গেছে, কোষ প্রতিস্থাপনের মাধ্যমে তাৎক্ষণিক ইনসুলিন উৎপাদন সম্ভব। মানবদেহে অপ্রয়োজনীয় কোষ নিয়ে প্রতিস্থাপনের মাধ্যমে সারিয়ে তোলা যায় ডায়াবেটিস।

২০১৪ সালে প্রচুর পরিমাণে ইনসুলিন তৈরি করে এমন কোষ গঠনের পর এই পরীক্ষার বিষয়টি বিজ্ঞানীদের পরিকল্পনায় আসে।

এই গবেষক দলের প্রধান হার্ভাডের অধ্যাপক ডোগ মেল্টনের ছেলে শিশু বয়স থেকেই টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত।

গবেষণায় দেখা গেছে, প্রতিস্থাপিত কোষগুলো দেহে প্রতিস্থাপনের সঙ্গে সঙ্গে রক্তে গ্লুকোজের লেভেল অনুযায়ী ইনসুলিন তৈরি করে। ১৭৪ দিনের মধ্যে শরীরের জন্য উপযুক্ত ইনসুলিন তৈরি করে দেয়।

ন্যাচার মেডিসিন এন্ড ন্যাচার বায়োটেকনোলজি জার্নালে এই গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

Print Friendly, PDF & Email