ফিল্ম ফেয়ারে সেরার তালিকায় দীপিকা-রণবীর সিং
হয়ে গেল ৬১তম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস। এবার সেরার তালিকায় উঠে এলেন বলিউডের দুই তারকা দীপিকা পাড়–কোন ও রণবীর সিং। না, তাদের প্রেমের কাহিনীর জন্য নয়। গেল বছরে দুজনের দুই ছবির জন্য তারা সেরার পুরস্কার অর্জন করেছেন। দীপিকা সুজিত সরকারের পরিচালনায় ‘পিকু’ ছবির জন্য। আর রণবীর বছরের শেষ আলোচিত ছবি ‘বাজিরাও মাস্তানি’তে অসাধারণ নৈপূণ্য প্রদর্শনের জন্য সেরার পুরস্কার ঘরে তুলে নিয়েছেন। শুধু তাই নয়, ছবিটি বিভিন্ন শাখায় ৯টি পুরস্কার পেয়েছে। ‘বাজিরাও মাস্তানি’ ছবি পরিচালনায় রয়েছেন সঞ্জয়লীলা বানসালি। অন্যদিকে দীপিকা অভিনীত ‘পিকু’ ছবিটি বিভিন্ন শাখায় মোট পাঁচটি পুরস্কার তুলে নিয়েছে। দীপিকা-রণবীরের পরই অবস্থান করছেন কঙ্গনা রানাউত। ‘তানু ওয়েডস মানু রিটার্নস’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য তিনিও ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস জিতলেন তিনি। গানের শাখায় ‘রয়’ ছবির ‘সুরুজ ডুবা হ্যায়’ গানের জন্য সেরা শিল্পী হয়েছেন অরিজিৎ সিং। একই ছবিতে সেরা সংগীত পরিচালকের পুরস্কার পেয়েছেন অঙ্কিত তিওয়ারি, মিট ব্রস অঞ্জন ও আমাল মল্লিক।