ভারতে ৪.২ মাত্রার ভূমিকম্প
AmaderBrahmanbaria.COM
ডিসেম্বর ১৫, ২০১৫
---
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ঝারখণ্ড ও বিহারের কিছু অংশে ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে। আজ মঙ্গলকার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
এক প্রতিবেদনে বলা হয়েছে, ঝারখণ্ডের দেওঘর, দামকা ও জামতারায় আজ সকালে ভূমিকম্প হয়েছে। কম্পন অনুভূত হয় কয়েক সেকেন্ড মাত্র। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইন্ডিয়া ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ সকাল ৮ টা ৫ মিনিটে বিহারের গয়া ও জামুই এবং ঝারখণ্ডের ধানবাদ ও দেওঘর এলাকায় হালকা ধরনের ভূকম্পন অনুভূত হয়েছে। ১০ সেকেন্ডের মতো এই কম্পন ছিল।
বাংগালীর রান্নাঘর – হালিম।
ভোলাগিরি মিস্টান্ন ভান্ডারসহ ব্রাহ্মণবাড়িয়ায় তিন প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা (ভিডিও)

ভূমিকম্প গবেষকরা কেন বলেন ঢাকা ও সিলেট শহরের অনেক বাড়ি-ঘর প্রচণ্ড ভূমিকম্প ঝুঁকিতে আছে?
সৌদি আরবের নতুন সামরিক জোটে বাংলাদেশ