সোমবার, ২১শে মে, ২০১৮ ইং ৭ই জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

যে ৯টি ভারতীয় নিষিদ্ধ ছবি (ভিডিওসহ)

উত্তেজনাপূর্ণ দৃশ্য কাটার জন্য ভারতের সেন্সর বোর্ড সত্যিই বিশ্বে জনপ্রিয়। কোন দৃশ্য দেখা যাবে আর যাবে না এটি নির্বাচন সত্যিই অবাক হওয়ার মতো এ বোর্ডের। জনগণের দেখার জন্য কোন দৃর্শ্যটি সঠিক তা সুক্ষভাবে তৈরি করে থাকে ভারতীয় সেন্সর বোর্ড।
কিছু চলচ্চিত্রের কাহিনীতে সাম্প্রদায়িক ঘটনা, বিতর্কিত হত্যাকা-, সন্ত্রাসী হামলা এবং যৌন উত্তেজনাপূর্ণ হলে তা ভারতীয় সিনেমা হলগুলোতে প্রদর্শন করা হয় না। এ রকম একটি তালিকায় দেশটির জনপ্রিয় ৯টি ছবি নিষিদ্ধ করা হয়েছে। নি¤েœ ছবিগুরোর তালিকা দেওয়া হল-
মাস্তিজাদা (২০১৫)
২.কাম সূত্র (১৯৯৬)
কেয়া কুল হ্যায় হাম-৩ (২০১৫)
৪.ফিরি (১৯৯৬)
৫.ব্ল্যাক  ফ্রাইডে (২০০৭)
৬.গান্ডু (২০১০)
৭.আনফ্রিডম (২০১৪)
৮.ওয়াটার (২০০৫)
৯.সিনস (২০০৫)
নিচে নিষিদ্ধ ৯ ছবির ভিডিও লিংক দেয়া হল-
কেয়াবস অনলাইন পোর্টাল থেকে অনুবাদিত

Print Friendly, PDF & Email