সোমবার, ২১শে মে, ২০১৮ ইং ৭ই জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

ডিভোর্স এড়াতে যে বয়সে বিয়ে

সময় যত গড়াচ্ছে সামাজিক সমস্যা ততো বাড়ছে। আর ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ এর একটি। এর সংখ্যা বাড়ছেই। বিয়ে মানুষকে যেমন তার যৌবনের পূর্ণ রূপ দেয়। আর বিয়ে ভাঙলে তেমনি সে রূপও হারায়। আর এই বিচ্ছেদের সঙ্গে বয়সও যে একটি ব্যাপার। তা এক গবেষণায় উঠে এসেছে। ওয়াশিংটন পোস্ট-এর এক প্রতিবেদনে বলা  হয়েছে, এক গবেষণায় দেখা গেছে বিয়ের বয়সের সঙ্গে বিচ্ছেদের সম্পর্ক রয়েছে।  এতে কোন বয়সে বিয়ে হচ্ছে তার সঙ্গে ডিভোর্সের সম্পর্ক রয়েছে বলে জানান গবেষকরা। বিশেষ কিছু বয়সে বিয়ে করলে ডিভোর্সের সম্ভাবনা বাড়ে বলেই গবেষণায় উঠে আসে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইউটাহ-এর গবেষক নিকোলাস এইচ. উলফিংগার এ গবেষণাটি করেছেন।

তিনি জানান, ২৫ বছর বয়স থেকে ৩৫ বছর বয়সের মধ্যে বিয়ে করলে পরবর্তীতে বিচ্ছেদের সম্ভাবনা কম থাকে। নির্দিষ্ট একটি বয়সের পর বিয়ে করলে সে বিয়ের বিচ্ছেদের সম্ভাবনা অনেক কমে যায়। অর্থাৎ আপনি যত বয়সে বিয়ে করবেন, বিচ্ছেদের সম্ভাবনা তত কমে যায়। একটি চার্টে বিষয়টি উঠে এসেছে।ডিভোর্স এড়াতে যে বয়সে বিয়ে? গবেষণায় দেখা গেছে, তরুণ বয়সে বিয়ে করলে বিচ্ছেদের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তবে ১৯ বছর বয়সে বিয়ে করলে বিচ্ছেদের সম্ভাবনা যত থাকে তার চেয়ে কম থাকে ৩০ বছর বয়সে বিয়ে করলে। ৪০ পেরিয়ে বিয়ে করলে বিচ্ছেদের সম্ভাবনা অনেক বেড়ে যায়। ৪০ বছর বয়সের পরে বিয়ে করাকে ভালো কোনো বিষয় বলে মনে করছেন না গবেষকরা। এ গবেষণাটি করা হয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবার বৃদ্ধি শুমারির তথ্য বিশ্লেষণ করে। প্রতি বছরই এ জরিপটি করা হয়।

 

Print Friendly, PDF & Email