শাকিব খানের ‘রানা দ্য ফাইটার’
AmaderBrahmanbaria.COM
মার্চ ১৯, ২০১৫
---
বিনোদন প্রতিবেদক : নাম্বার ওয়ান নায়ক শাকিব খানকে নিয়ে ‘রানা দ্য ফাইটার’ নামে একটি অ্যাকশনধর্মী ছবি শুরু করেছেন পরিচালক এমএ রহিম। ছবিতে শাকিব খানের নায়িকা জানভি। রাজেন্দ্রপুরের একটি রিসোর্টে গানের মাধ্যমে ছবির শুটিং শুরু করলেন পরিচালক। চিত্রসম্পাদক তৌহিদ হোসেন চৌধুরী প্রযোজিত ‘রানা দ্য ফাইটার’ ছবিতে শাকিব খান ও জানভির সঙ্গে আরও রয়েছেন আলীরাজ, অমিত হাসানসহ অনেকেই। শাকিব খান বর্তমানে বেশকিছু ছবির কাজ নিয়ে ব্যস্ত। এসব ছবির মধ্যে ‘আরো ভালোবাসবো তোমায়’, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী টু’, ‘ভালবাসা ২০১৪’, ‘মেন্টাল’, ‘সত্তা’, ‘ধূমকেতু’, ‘রাজা ৪২০’ উল্লেখযোগ্য। অচিরেই শুরু হবে ‘সম্রাট’, ‘শুটার’, ‘রাজাবাবু’সহ কয়েকটি ছবি।