শনিবার, ২৯শে সেপ্টেম্বর, ২০১৮ ইং ১৪ই আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

দুই কোরিয়ার শীর্ষ সামরিক কর্তাদের বৈঠক

উত্তর ও দক্ষিণ কোরিয়ার উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার এই বৈঠক অনুষ্ঠিত হয়। গত সাত বছরের মধ্যে এই প্রথম দেশ দু’টির মধ্যে এ ধরনের আলোচনা অনুষ্ঠিত হলো বলে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহ্যাপ জানিয়েছে। ২০০৭ সালের ডিসেম্বরের দু’দেশের মধ্যে সর্বশেষ এ জাতীয় বৈঠক হয়েছিল।

north-and-south-korean-flagsদক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী গ্রাম পানমুনজোমে দু’দেশের জেনারেলরা এ আলোচনায় অংশ নিয়েছেন। অবশ্য এ খবরের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এর আগে শুক্রবার দক্ষিণ কোরিয়ার কয়েকজন মানবাধিকার কর্মীর পক্ষ থেকে সীমান্ত এলাকায় বেলুন উড়ানোর চেষ্টাকে কেন্দ্র করে উত্তর ও দক্ষিণ কোরিয়ার স্থল সীমান্তে গুলি বিনিময় হয়েছে। এ সব বেলুনে উত্তর কোরিয়ার নেতা কিম জংউন বিরোধী বক্তব্য সংবলিত লিফলেট ছিল।

এর আগে এ জাতীয় তৎপরতা চালালে তার পরিণাম ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছিল পিয়ংইয়ং। বিতর্কিত পানিসীমায় দু’দেশের মধ্যে মাঝেমাঝেই গুলি বিনিময়ের ঘটনা ঘটলেও স্থল সীমান্তে এ জাতীয় ঘটনার নজির খুবই কম।

এ ছাড়া, দুই কোরিয়ার নৌবাহিনীর টহল জাহাজগুলোর মধ্যে গত ৭ অক্টোবর গুলি বিনিময় হয়েছে। দক্ষিণ কোরিয়ার ইওনপিয়ং দ্বীপের কাছে বিতর্কিত পানিসীমায় এই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সূত্র: বিবিসি।

এ জাতীয় আরও খবর

জাতিসংঘ ভাষণে সু চি’র তীব্র সমালোচনা করলেন মাহাথির

স্কুল ফেলে শিক্ষকদের নির্বাচনী কাজ নয়: কলকাতা হাইকোর্ট

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর সুনামির আঘাত, নিহত ৪৮

জাতিসংঘে শহিদুল আলমসহ ৬ সাংবাদিকের মুক্তি দাবি

রোহিঙ্গা সমস্যায় মিয়ানমারের পক্ষে চীনের নতুন কৌশল

ইসরায়েলি বাহিনীর গুলিতে ঝরল ৬ ফিলিস্তিনির প্রাণ

বাংলাদেশে পরকীয়া: যা বলছে আইন

পার্কে গেলেই কুড়িয়ে পাবেন হীরা!

ভয়াবহ ভূমিকম্পের পর সুনামির কবলে ইন্দোনেশিয়া