শনিবার, ৮ই জুলাই, ২০১৭ ইং ২৪শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

সব ক্ষেত্রেই ন্যায়ের পক্ষে থাকতে হবে সাংবাদিকদের -খালেদ মুহিউদ্দীন

AmaderBrahmanbaria.COM
অক্টোবর ১১, ২০১৪

---

3স্টাফ রিপোর্টার : ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ব্যাপক দর্শক প্রিয় টকশো ‘আজকের বাংলাদেশ’ এর জনপ্রিয় উপস্থাপক এবং ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের বার্তা প্রধান খালেদ মুহিউদ্দীন বলেছেন সাংবাদিকদের কোন পক্ষ নেই। সব ক্ষেত্রেই ন্যায়ের পক্ষে থাকতে হবে সাংবাদিকদের। ন্যায়পরায়নতার পক্ষ অবলম্বনই সাংবাদিকদের একমাত্র উদ্দেশ্যে হওয়া উচিত। তিনি আরো বলেন একজন প্রকৃত সাংবাদিকের কোন বন্ধু থাকেনা। তিনি সাংবাদিকদের নৈতিকতার ওপরও গুরত্ব দেন। শনিবার ব্রাহ্মণবাড়িয়া এলজিইডি’র অতিথি শালায় জেলার সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনায় খালেদ মহিউদ্দিন এসব কথা বলেন।

এর আগে খালেদ মুহিউদ্দীনকে ফুলেল শুভেচ্ছা জানান জেলার সাংবাদিকরা। তিনি একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে ব্রাহ্মণবাড়িয়ায় এলে প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজার নেতৃত্বে জেলার শীর্ষস্থানীয় সাংবাদিকরা তার সঙ্গে মিলিত হন। এসময় তারা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।এসময় অন্যান্যের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ইত্তেফাক ও বিটিভি’র ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা মোহাম্মদ আরজু,দৈনিক সমকালের ষ্টাফ রিপোর্টার আবদূন নূর, এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযুষ কান্তি আচার্য,দৈনিক মানবজমিনের ষ্টাফ রিপোর্টার ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি জাবেদ রহিম বিজন, দৈনিক যায়যায়দিনের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বাহারুল ইসলাম মোল্লা,দৈনিক যুগান্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মনির হোসেন, প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি শাহাদত হোসেন, দেশ টিভি,ঢাকা ট্রিবিউন ও বাংলা নিউজের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মাসুক হ্নদয়,বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি আমিরজাদা চৌধুরী,সাপ্তাহিক গতিপথের সহকারী সম্পাদক খন্দকার শফিকুল আলম স্বপন,শীর্ষ নিউজের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি সুমন রায় প্রমুখ। এদিকে বিজয়নগর প্রেসক্লাবের পক্ষ থেকে আলাদাভাবে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি আমিরজাদা চৌধুরী। 

এ জাতীয় আরও খবর