রোববার শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত আলাদা তিনটি প্রজ্ঞাপন জারি করেছে।
গত বছরের ২৬ অক্টোবর রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি আইনে সম্মতি দেন।
নিরাপদ জাহাজ চলাচল ব্যবস্থাপনা ও প্রশাসন, নৌ-প্রকৌশল ও প্রযুক্তি, ওশানোগ্রাফি, আন্তর্জাতিক মেরিটাইম আইন ইত্যাদি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষাদানের পাশাপাশি এসব বিষয়ে গবেষণা হবে বিশ্ববিদ্যালয়ে।
বাংলাদেশ মেরিন একোডেমির ৩৫ একর জায়গায় দেশের প্রথম মেরিটাইম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এটি দক্ষিণ এশিয়ার দ্বিতীয় মেরিটাইম বিশ্ববিদ্যালয়।
এখান থেকে মেরিন ক্যাডেটদের আন্তর্জাতিক মানসম্পন্ন 'ব্যাচেলর অব মেরিটাইম সাইন্স' ডিগ্রি দেয়া হবে, যা বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দেয়া হচ্ছে।