ব্রাহ্মণবাড়িয়ায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে পাকা ধানের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
                তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঝড়ে ও শিলা বৃৃষ্টিতে কৃষকের পাকা ধান ঘরে তুলার স্বপ্ন হঠাৎ করেই অনিশ্চিত হয়ে পড়েছে। কৃষকের স্বপ্ন ম্লান করে দিয়েছে অসময়ের শিলাবৃষ্টি। কৃষক যখন পাকা ধান ঘরে তোলার স্বপ্ন দেখছিলেন ঠিক তখনই শিলা বৃষ্টিতে তাদের স্বপ্ন ভঙ্গ হয়। পাশাপাশি গাছপালা ও ঘরবাড়িরও ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার ভলাকুট ইউনিয়নে প্রায় ২১৫০ হেক্টর জমিতে এবছর বোরো ধান আবাদ করা হয়েছে। এর মধ্যে প্রায় ৭শত হেক্টর জমিতে ব্রিআর-২৮ চাষ করা হয়েছিল। কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে এসকল জমির প্রায় ৯৯শতাংশ পাকা ধান জড়ে গেছে বলে নিশ্চিত করেন ভলাকুট কৃষি অফিসের দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মমিনুল হক।
              
              
              
                  কৃষক শামসু মিয়া জানান, আমি কৃষি ব্যাংক থেকে এক লাখ ২০ হাজার টাকা ঋণ আনছি। সে টাকা দিয়া ১২ কানি (বিঘা) ব্রিআর-২৮ ধান করছিলাম। কিন্তু আমার সব শেষ হইয়া হেছেগা। অহন কেমনে ছেলেমেয়ে লইয়া বাচুম।নাসিরনগর সদর ইউনিয়নের ব্লাকের দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আসাদ জানান, সদর ইউনিয়নের নাসিরপুর, টেকানগন, মন্নরপুর, কামারগাঁয়ের বেশির ভাগ গ্রামের পাকা ধান শিলা বৃষ্টিতে ৯০ শতাংশ ক্ষতি হয়েছে।
                
                
                
                  গোয়ালনগর ইউনিয়ন চেয়ারম্যান মো. আজহারুল বলেন, আমার ইউনিয়নের শতশত কৃষকের পাকা ধানের ক্ষতি হয়েছে। যাদের ক্ষতি হয়েছে তারা দরিদ্র ও খেটে খাওয়া মানুষ।নাসিরনগর উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান বলেন, উপজেলার এবছর প্রায় ১৭ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়। ঝাড়ে ও শিলাবৃষ্টিতে প্রায় ৬ হাজার হেক্টর জমির পাকা ধানের ব্যাপক ও আংশিক ক্ষতি হয়েছে বলে জানতে পেরেছি। মাঠ পর্যায়ের প্রকৃত চিত্র জানতে আমরা চেষ্টা করছি।
                
              এ জাতীয় আরও খবর
 
                    ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের গুলিতে চৌকিদার নিহত
 
                    সৌদি আরব গোপনে পরমাণু চুল্লি বানাচ্ছে!
 
                    শুক্রবার ছাড়া হতে পারে ওবায়দুল কাদেরকে
 
                    আখাউড়ায় ঝড়ে ফসল ও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি
 
                    তার পেশাই বিয়ে করা!
 
                    রাঙ্গামাটিতে ৭ জন নিহতের খবর ‘ভুয়া’
 
                    রাঙ্গামাটিতে সন্ত্রাসী দু’পক্ষের গোলাগুলিতে ৭ জন নিহত
 
                     
        



