শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মাদকমুক্ত গড়ে তুলতে হবে : নাসিম
সিরাজগঞ্জ প্রতিনিধি : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, মাদক-সন্ত্রাসের কবলে পড়ে ভবিষ্যত প্রজন্ম তরুণ সমাজ যদি বিপথে যায়-ধ্বংস হয়ে যায়, তাহলে উন্নয়ন করে কোনো লাভ হবে না। তাই ধূমপান, মাদক ও সন্ত্রাসমুক্ত যুব সমাজ গড়তে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মাদকমুক্ত গড়ে তুলতে হবে।
শনিবার দুপুরে কাজিপুরের সোনামুখীতে ছাত্র-শিক্ষক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাবেক
এ স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
বিএনপির সংসদদের উদ্দেশে তিনি বলেন, সংসদে আসুন, জনগণের কথা বলুন, সংসদকে প্রাণবন্ত করে তুলুন। সংসদে যোগ দিয়ে সরকারের ভুল ধরিয়ে দিন, খালেদা জিয়ার মুক্তির কথা বলুন, হয়তো বা লাভ হতে পারে বলেও তিনি মন্তব্য করেছেন।
তিনি আরো বলেন, গলায় জোর থাকলে ৬ জনই ৬০ জনের আওয়াজ তুলতে পারবেন।
সোনামুখী ইউনিয়নের পরানপুরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ‘অন্য রকম বিদ্যা নিকেতন’ আয়োজিত বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন প্রকৌশলী আব্দুর রশীদ। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজগর আলী ও বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক ইয়াসিন আলী প্রমুখ।