সোমবার, ৮ই এপ্রিল, ২০১৯ ইং ২৫শে চৈত্র, ১৪২৫ বঙ্গাব্দ

দলীয় প্রতীক থাকছে না স্থানীয় সরকার নির্বাচনে

news-image

নিউজ ডেস্ক : স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক রাখা হচ্ছে না। দলীয় প্রতীকে এ নির্বাচন অনুষ্ঠানের পর এমন সিদ্ধান্তই নিতে যাচ্ছে সরকার। এ নির্বাচন দলীয় প্রতীকে হওয়া নিয়ে নানা বিতর্ক ও সমালোচনা দেখা দেওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এ বিষয়ে সরকারের নীতিনির্ধারণী পর্যায় থেকে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের একজন দায়িত্বশীল মন্ত্রী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে শনিবার (৬ এপ্রিল) ওই মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। এটি পরিবর্তন হওয়ার বিষয়টি নিশ্চিত। তবে আমরা অফিসিয়ালি এখন বলতে পারবো না। এ বিষয়ে আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি।’

জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচন উন্মুক্তভাবে হওয়ার ধারা ভেঙে ক্ষমতাশীন আওয়ামী লীগ সরকার দলীয় প্রতীকে সম্পন্ন করার সিদ্ধান্ত নেয়। এজন্য ২০১৫ সালে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ ও সিটি করপোরেশন-সংক্রান্ত পাঁচটি আইন সংশোধন করা হয়। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের শুরুটা হয়েছে সিটি, পৌর করপোরেশন ও পৌরসভার মেয়রদের নির্বাচন দিয়ে। সর্বশেষ এটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োগ করা হয়। তবে এ নির্বাচন শেষ হওয়ার পর আইনগুলো সংশোধন করে আবার আগের অবস্থায় ফিরে যাওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিষয়টি আইন মন্ত্রণালয়ের মাধ্যমে জাতীয় সংসদে সংশোধনের পর কার্যকর করা হবে। সূত্র : বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

‘সরকার রোহিঙ্গাদের অস্থায়ী আবাসনের জন্য একটি দ্বীপকে উন্নত করে গড়ে তুলছে’

বিশ্বরাজনীতি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ দেশ এখন বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

এরশাদ নিজের নামে ট্রাস্ট গঠন করলেন, নেই স্ত্রী-ভাইয়ের নাম

অগ্নিদুর্ঘটনা রোধে পর্যাপ্ত পদক্ষেপ কেন নয় : হাইকোর্ট

জাতীয় জনমত তৈরি করে ঐকমত্য গড়ে তোলার আহ্বান ড. কামালের

ব্রাহ্মণবাড়িয়া আসামি ধরতে গিয়ে অবরুদ্ধ পুলিশ

সেন্টমার্টিনে বিজিবি মোতায়েন

বেপরোয়া গাড়ি চালানোয় কারও মৃত্যু হলে চালকের মৃত্যুদণ্ড : আইনমন্ত্রী

পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষে চবি ক্যাম্পাস রণক্ষেত্র

হত্যা মামলায় খালেদার জামিন আপিলে বহাল

এক সপ্তাহের মধ্যে পুরান ঢাকায় ফায়ার স্টেশন

ছাদ ধসে ছাত্রী নিহত : কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট