বন্ধু হারানোর বেদনা আসলে অনেক কঠিন : ফারুক
বিনোদন ডেস্ক : নায়ক আকবর হোসেন খান পাঠান (ফারুক) বলেন, ‘আমরা কি শুধুই এক সিনেমায় অভিনয় করেছি! আমার প্রাণের বন্ধু টেলিসামাদ। একে একে বন্ধু, প্রিয়জনরা হারিয়ে যাচ্ছে। এর মধ্যে আমাদের সিনেমার অনেক গুণী মানুষকে হারিয়েছি। এবার টেলি সামাদও চলে গেল। খবরটা পেয়েই মনটা খারাপ হয়ে গেল। বন্ধু হারানোর বেদনা আসলে অনেক কঠিন।’
টেলি সামাদের মৃত্যুর খবর যখন পেলেন তখন দুপুরের খাবার খাচ্ছিলেন। খবরটি শোনার পরই নির্বাক হয়ে গেলেন। খুব বেশিকিছু বলতেও পারলেন না ঢাকাই সিনেমার মিঞা ভাই খ্যাত নায়ক আকবর হোসেন খান পাঠান (ফারুক)। একসঙ্গে বেশকিছু সিনেমায় দেখা মিলেছে তাদের। নিজ নিজ ক্ষেত্রে চমক দেখিয়েছেন তারা।
আপনারা তো একসঙ্গে অনেক সিনেমায় অভিনয় করেছেন? আপনার অভিনীত ‘গোলাপী এখন ট্রেনে’ সিনেমায়ও অভিনয় করেছেন টেলি সামাদ।
টেলি সামাদ রাজধানীর স্কয়ার হাসপাতালে শনিবার বেলা ১টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। টেলি সামাদের মৃত্যুতে ঢালিউডে নেমে এসেছে শোকের ছায়া।
টেলি সামাদের বড় মেয়ে সোহেলী সামাদ কাকলী জানান, হাসপাতাল থেকে টেলি সামাদের মরদেহ তার রাজাবাজারের বাসায় নেওয়া হবে। সেখানে এলাকার মসজিতে বাদ এশা প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। রোববার মুন্সীগঞ্জ সদরের নওগাঁ পারিবারিক কবরস্থানে মা-বাবার পাশে চির নিদ্রায় শায়িত হবেন এই গুণী অভিনেতা।
এ জাতীয় আরও খবর

যারা জয়ী হলেন টেলিভিশন প্রযোজকদের নির্বাচনে

‘ফারিয়ার এই বিজয় সম্পূর্ণভাবে তার যোগ্যতার ফসল’

সারার পাশে সাইফ থাকছেন না!

জনপ্রিয় অভিনেতা টেলি সামাদ আর নেই

বিয়ের দশ বছর পর স্বামীকে প্রকাশ্যে আনছেন অভিনেত্রী

‘প্রযোজক কম্প্রোমাইজ করতে বলেছিলেন, কিন্তু আমি বললাম…’

‘দাবাং থ্রি’ নিয়ে আসছেন সালমান-সোনাক্ষী

ফারুকীর ফারুকী সিনেমায় নওয়াজউদ্দিন
