শুক্রবার, ২৬শে অক্টোবর, ২০১৮ ইং ১১ই কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

খাশোগি হত্যা: ২১ সৌদি নাগরিকের মার্কিন ভিসা বাতিল

অনলাইন ডেস্ক : সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় ২১ সৌদি নাগরিকের মার্কিন ভিসা বাতিল কিংবা অযোগ্য ঘোষণা করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার দেশটির স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র হিদার নুয়ার্ট এ তথ্য সাংবাদিকদের জানান। খবর বার্তা সংস্থা রয়টার্সের

প্রসঙ্গত, সাংবাদিক জামাল খাশোগিকে নিষ্ঠুরভাবে হত্যার ঘটনায় বিশ্বব্যাপী ক্ষোভের মধ্যে ঘনিষ্ঠ মিত্র সৌদির বিরুদ্ধে এই প্রথম কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে ওয়াশিংটন।

আন্তর্জাতিক গণমাধ্যমে খবর অনুযায়ী, তুরস্কের সৌদি আরবের কনসুলেটে জামাল খাশোগিকে হত্যার আগে তার সঙ্গে সরাসরি ফোনে কথা বলেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। আর সেই ফোন কেটে দেওয়ার পরপরই হত্যা করা হয় খাশোগিকে।