ব্যথা নিয়েই মাশরাফির বোলিং
স্পোর্টস ডেস্ক : আঙুলের ব্যথাটা সেরে উঠেনি। চিকিত্সাও করা যাচ্ছে না। এই ব্যথা নিয়েই জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি নিচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। এমনকি ব্যথাসহই সিরিজটা খেলতে হবে ডানহাতি এই পেসারকে। এশিয়া কাপের পর গতকাল দ্বিতীয় দিনের মতো মিরপুর স্টেডিয়ামে অনুশীলনে বোলিং করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
গত বুধবার তিন ওভার এবং গতকাল চার ওভার বোলিং করেছেন মাশরাফি। বোলিং কোচ কোর্টনি ওয়ালশ, স্পিন কোচ সুনীল যোশি ও ফিজিও তিহান চন্দ্রমোহনের সামনে গতকাল বোলিং করেছেন নড়াইল এক্সপ্রেস। গতকাল সন্ধ্যায় বোলিং সম্পর্কে জানতে চাইলে মাশরাফি বলেছেন, ‘আজ (গতকাল) দ্বিতীয় দিনের মতো বোলিং করলাম। আগের দিন তিন ওভার, আজ চার ওভার করেছি।’ এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ‘সুপারম্যানের’ মতো শোয়েব মালিকের ক্যাচ ধরতে গিয়ে ডানহাতের কনিষ্ঠায় চোট পেয়েছিলেন মাশরাফি। সেই চোট নিয়ে ফাইনালও খেলেছেন। এবার জিম্বাবুয়ে সিরিজও খেলবেন।
আঙুলে ব্যথা রয়ে গেছে। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেন, ‘ব্যথা আছে। সিরিজের পর দেখা যাবে।’ জিম্বাবুয়ে সিরিজে ছয়দিনে খেলতে হবে তিনটি ম্যাচ। ওয়ানডে সিরিজ শেষ হবে ২৬ অক্টোবর। শুধু ওয়ানডে খেলেন বলে তারপর ছুটি মিলবে মাশরাফির। পুরো নভেম্বর মাসই বিশ্রামে থাকতে পারবেন তিনি। কারণ ঠিক পরের ওয়ানডে ম্যাচ খেলতে হবে তাকে ৯ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ক্যারিবিয়ানদের বিপক্ষে হোম সিরিজের শুরুতে থাকছে দুটি টেস্ট। জানা গেছে, ব্যথা সামলেই জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলবেন মাশরাফি। সিরিজের পর ব্যাংককে গিয়ে আঙুলের চিকিৎসা করাবেন তিনি।