৭ দফা সমাবেশে, ১২ লক্ষ্য উপস্থাপন করবে বিএনপি
ডেস্ক রিপোর্ট : জাতীয় ঐক্য প্রক্রিয়ার জন্য আগামী বৃহস্পতিবার জনসভায় দলের ৭ দফা দাবি ও ১২ লক্ষ্য উপস্থাপন করতে পারে বিএনপি। ওই জনসভায় যুক্তফ্রন্টের চেয়ারম্যান একিউএম বদরুদ্দোজা চৌধুরী এবং জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেনসহ ঐক্য প্রক্রিয়ার নেতাদেরও আমন্ত্রণ জানাতে পারে দলটি।
সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে সিদ্ধান্ত হয় বলে সূত্রে জানা গেছে।
এর আগে সোমবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আগামী ২৭ সেপ্টেম্বর দেশের চলমান পরিস্থিতিতে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বা সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার ঘোষণা দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির এক সদস্য বলেন, আগামী বৃহস্পতিবার বিএনপির উদ্যোগে জনসভায় বি. চৌধুরী ও ড. কামাল হোসেনসহ ঐক্য প্রক্রিয়ার নেতাদের আমন্ত্রণ জানানোর বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলা এবং ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার রায়ের বিষয়েও বৈঠকে আলোচনা হয়।
অপর একটি সূত্র জানায়, জাতীয় ঐক্য প্রক্রিয়া কোন দিকে যাবে সেই বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা হয়েছে।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ড. মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। উৎস: বাংলাদেশ জার্নাল