জার্মানি-ফ্রান্স লড়াইয়ে কেউ হারেনি
স্পোর্টস ডেস্ক : বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। বৃহস্পতিবার রাতে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। এটিই উয়েফা নেশনস লিগের প্রথম ম্যাচ। যেখানে ‘এ’ গ্রুপের খেলায় ইউরোপের দুই হেভিওয়েট টিম নেমেছিল মুখোমুখি লড়াইয়ে।
রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়াকে হারানোর পর এটিই ছিল ফ্রান্সের প্রথম ম্যাচ। ম্যাচে ফরাসি ফরোয়ার্ড অ্যান্টোনিও গ্রিজম্যানের দারুণ একটি প্রচেষ্টা রুখে দিতে সক্ষম হন জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার।
উয়েফা নেশনস লিগে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে প্রত্যেক দল পরস্পরের মুখোমুখি হবে। প্রত্যেক গ্রুপে আবার আলাদা সাব-গ্রুপ আছে। এ গ্রুপে ১২টি দলের মধ্যে চারটি সাব-গ্রুপের চ্যাম্পিয়নরা নেশনস লিগ চ্যাম্পিয়নশিপে খেলবে।
রাশিয়া বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বিদায়ের পর চারবারের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায় ছিল। কিন্তু সেই মিশন সফল হয়নি জোয়াকিম লো’র। বরং অ্যাওয়ে ম্যাচ থেকে দিদিয়ের দেশমের শিষ্যরা গুরুত্বপূর্ণ এক ম্যাচ আদায় করে নিল।